তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

অসহায় নানী বুড়ির পাশে গফরগাঁও সমাজ সেবা অধিদপ্তর

অসহায় নানী বুড়ির পাশে গফরগাঁও সমাজ সেবা অধিদপ্তর
[ভালুকা ডট কম : ০২ ফেব্রুয়ারী]
মোছাঃ সখিনা বেগম।সকলে তাকে চিনেন নানী বুড়ি হিসেবে।বয়স প্রায় আশি উর্ধ্বে।নিকট আত্বীয় স্বজন বলতে কেউ নেই তার।নেই কোন জায়গা জমি।মানুষের বাসা বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন অশীতিপর এই বৃদ্ধ নানী বুড়ি।বয়সের ভারে আজ ন্যাজ¦ু নানী বুড়ি।দীর্ঘদিন যাবত অসুস্থ অবস্থায় গফরগাঁও রেলওয়ে ষ্টেশনের অদূরে পড়ে ছিলেন।

সহায় সস্বলহীন নানী বুড়ি অসুস্থ অবস্থায় গফরগাঁও রেলষ্টেশনের অদূরে পড়ে আছে এখবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যান ময়মনসিংহের গফরগাঁও উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা নজরুল ইসলাম স্বারনিক ও সমাজকর্মী তারিকুল ইসলাম।সহানুবতির হাত বাড়িয়ে বৃহস্পতিবার অজ্ঞান অবস্থায় সখিনা বেগম(নানী বুড়িকে)উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তারা।হাসপাতালে ভর্তি করানোর পর নানী বুড়িকে সুস্থ করে তোলার জন্য উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা সেবা দিয়ে আসছেন।

এব্যাপারের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলম আরা বলেন,সখিনা বেগম(নানী বুড়ি)বার্ধক্য জনিত রোগে আক্রান্ত।আমরা চেষ্টা করছি তাকে সুস্থ করে তোলার।উপজেলা সমাজ সেবা অফিসার নজরুল ইসলাম স্বারনিক জানান,নানী বুড়ি সুস্থ হয়ে উঠার পর  সামাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে তাকে সব ধরণে সহযোগিতা দেওয়া হবে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই