তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

সাংবাদিক মজিবুর রহমান আর নেই, সর্বত্রই শোকের ছায়া

সাংবাদিক মজিবুর রহমান আর নেই, সর্বত্রই শোকের ছায়া
[ভালুকা ডট কম : ২০ ফেব্রুয়ারী]
ময়মনসিংহের গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সহ সভাপতি সাংবাদিক মজিবুর রহমান (৫২) আর নেই। তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২০ ফেব্রুয়ারী) রাত ৯ টা ১০ মিনিটে মারা যান। (ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মরহুমের ভাই সাংবাদিক আজম জহিরুল ইসলাম সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করেছেন। এদিকে মজিবুর রহমানের মৃত্যুর খবরে গৌরীপুর সাংবাদিক মহলসহ সর্বস্তরের জনগণের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

সাংবাদিক মজিবুর রহমান ১১ ফেব্রুয়ারী রাত ৯ টায় গৌরীপুর পৌরসভার ভালুকাস্থ নিজ বাসায় ব্রেইন স্ট্রোক করে জ্ঞান হারান। ওইদিন রাতে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ১২ ফেব্রুয়ারি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবশেষে ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার রাত ৯ টা ১০মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মজিবুর রহমান দৈনিক আজকের বাংলাদেশ, দৈনিক সকালের সংবাদ, দৈনিক নতুন কাগজ, সাপ্তাহিক গৌরীপুর বার্তা, অনলাইন পত্রিকা দুর্নীতি বার্তাসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত ছিলেন। মৃত্যুকালে ১ স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শোক সংবাদ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই