তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় ভোট কেনার সময় ছাত্রলীগের সভাপতি সহ আটক-৪

ভালুকায় ভোট কেনার সময় ছাত্রলীগের সভাপতি সহ আটক-৪
[ভালুকা ডট কম : ৩০ মার্চ]
ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় এম,পি কাজিম উদ্দিন আহাম্মেদ ধনুর ছোট বোন জামাই আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ (আনাসের) টাকা দিয়ে ভোট কেনার সময় ৪টি মোটর সাইকেলসহ উপজেলার ১০নং হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অনিক তালুকদার ও তার ৩সহযোগীকে টাকা সহ আটক করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টট। ঘটনাটি ঘটেছে (৩০মার্চ) শনিবার সন্ধ্যায় হবিরবাড়ি ইউনিয়নের আমতলী এলাকা থেকে।

সূত্রে জানাযায়, সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট রাকিবুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে হবিরাবাড়ি এলাকার আমতলী এলাকায় অভিযান চালিয়ে হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু সাঈদ তালুকদারের ছেলে অনিক তালুকদার(২৬),আছমত আলীর ছেলে নোমান(২৫),সিরাজ উদ্দিনের ছেলে ইশতিয়াক আহম্মেদ(২৬) ও আবুল কালাম বুলবুলের ছেলে শরীফ নাফে আল নাঈম(২৬) স্থানীয় এম,পি কাজিম উদ্দিন আহাম্মেদ ধনুর ছোট বোন জামাই আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ (আনাসের) টাকা দিয়ে ভোট কেনার সময় ৪টি মোটর সাইকেল ও  ১০হাজার টাকা সহ হাতে নাতে আটক করেছেন।৩১মার্চ রবিবার ৪র্থ ধাপের ভালুকা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট রাকিবুল হাসান জানান, আনারস প্রতিকের ভোট কেনার শেষের দিকে নগদ ১০হাজার টাকা,৪টি মটর সাইকেলসহ ৪জনকে আটক করা হয়েছে।আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই