তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ত্রিশালে নৌকার কর্মী সমাবেশ

উপজেলা পরিষদ নির্বাচন
ত্রিশালে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে কর্মী সমাবেশ  
[ভালুকা ডট কম : ০৭ এপ্রিল]
উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহের ত্রিশালে  আওয়ামীলীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী সাবেক ছাত্র নেতা উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ইকবাল হোসেনকে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষে  রোববার বিকেলে সরকারী নজরুল ডিগ্রী কলেজ মাঠে আওয়ামীলীগ  অঙ্গ  ও সহযোগী সংগঠনের   আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ক এড.মিজবাহ উদ্দিন সিরাজ।

উপজেলা আওয়ামীলীগের সাবেক  সাধারন সম্পাদক  বীর মুক্তিযোদ্বা আলহাজ আব্দুল হামিদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালামের পরিচালনায়  স্বাগত বক্তব্য রাখেন আওয়ামীলীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী ইকবাল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড.মোয়াজ্জেম হোসেন বাবুল,জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান,জেলা মুক্তিযোদ্বা কমান্ডার বীর মুক্তিযোদ্বা আনোয়ার হোসেন, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম,জেলা আওয়ামীলীগের  যুগ্ম সাধারন সম্পাদক এম এ কদ্দুস,কাজী আসাদ জাহান শামীম,শওকত জাহান মুকুল,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ আলী আকন্দ,জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্বা বিষয়ক সম্পাদক জিয়াউল ইসলাম,জেলা সেচ্ছা সেবকলীগের  সভাপতি এড.নুরুজ্জামান খোকন,জেলা সেক্টর কমান্ড বীর মুক্তিযোদ্বা কামাল পাশা জেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মেজবাহ উদ্দিন বিএসসি,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিউর রহমান চানু, হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান আবু সাঈদ,উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক সেলিম,ুউপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ, উপজেলা ছাত্র সমাজের সভাপতি শরিফ আহমেদ, প্রমূখ।

বক্তারা আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে  জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য  অনুরোধ  করেন। নজরুল ডিগ্রী কলেজের কর্মী সমাবেশ  কলেজ মাঠ কানায় কানায় ভরে জন সমাবেশে রুপ নেয়।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

নির্বাচন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই