তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

জাতীয় কবির কবিতা জাতিকে মুক্তিযোদ্ধে উদ্বোদ্ধ করেছে- প্রতিমন্ত্রী

ত্রিশালে ৩ দিন ব্যাপী কবি নজরুলের ১২০তম জন্ম বার্ষিকীর দ্বিতীয় দিন
জাতীয় কবির কবিতায় বাঙ্গালী জাতিকে মুক্তিযোদ্ধে উদ্বোদ্ধ করেছে-সমাজ কল্যান প্রতিমন্ত্রী
[ভালুকা ডট কম : ২৬ মে]
সাম্যের কবি জাতীয় কবির সমস্ত কবিতায় বাঙ্গালী জাতিকে মুক্তিযোদ্ধে উদ্বোদ্ধ করেছে। নজরুল ছিলেন প্রেমের কবি গানের কবি মানবতার  কবিজাতীয় কবি বিদ্রোহী কবিতা লেখে ব্রিটিশ শাসনে জেল খেটেও  তাদের কাছে মাথা নত করেননি। কবি নজরুলকে জাতীয় কবি হিসাবে ঘোষনা দিয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী উদযাপন  উপলক্ষে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে দ্বিতীয় দিন  রোববার সকালে নজরুল মঞ্চে ৩দিনব্যাপী জাতীয় পর্যায়ে জাতীয় কবির ১২০তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে সমাজ কল্যান প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি এ কথাগুলো বলেন।

জেলা প্রশাসক ড. সুভাষ  চন্দ্র বিশ্বাসের  সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-৯ নান্দাইলের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান,সংরক্ষিত মহিলা আসনের এমপি মনিরা সুলতানা মনি,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নল আবেদীন প্রমূখ। স্মারক বক্তার বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কবি কথা সাহিত্যিক ও গবেষক মুহম্মদ নূরুল হুদা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির । জাতীয় কবির জন্ম বার্ষিকী উপলক্ষে নজরুল একাডেমী মাঠে বসেছে ৩দিন ব্যাপী নজরুল গ্রামীন মেলা । মেলায় বিভিন্ন জেলা উপজেলা  থেকে আগত দর্শনার্থীদের ভীর লক্ষ করা গেছে।

অপর দিকে জাতীয় কবির ১২০তম জন্ম বার্ষিকী পালনে নজরুল স্মৃতি কেন্দ্র বিচুতিয়া বেপারী বাড়তে সকালে  আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয় ।  উপ পরিচালক স্থানীয়  সরকার ময়মনসিংহের এ কে এম গালিভ খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক নিরঞ্জন দেবনাথ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়াম্যান মমতাজ উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ,সাবে সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্বা মোঃ হামিদুর রহমান,নজরুল ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ এর উপ পরিচালক মোঃ রাশেুল আনাম প্রমূখ।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই