তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নান্দাইলে ঈদ পুর্ণমিলনী ও সম্মাননা প্রদান

নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটি’র উদ্যোগে ঈদ পুর্ণমিলনী ও সম্মাননা প্রদান
[ভালুকা ডট কম : ০৭ জুন]
ময়মনসিংহের নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটি’র আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও সম্মাননা প্রদান-২০১৯ বৃহস্পতিবার নান্দাইল উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে।  অত্র সেবা সংগঠনের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসাবে নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য আবু বক্কর সিদ্দিক বাহার, বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তর কল্যান সমিতির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান খান, পৌর কাউন্সিলার রেজাউল করিম রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান রিপন, উপজেলা ছাএলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম মামুন, পৌর ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্লাড ডোনেট সোসাইটি’র সাধারণ সম্পাদক তাজুল ইসলাম মীর (তাজ) ও সিনিয়র সহ-সভাপতি তাওহিদুল হাসান রানা’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন সহ বিশেষ অতিথিবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন অত্র সংগঠনের সদস্যবৃন্দ।এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সহ ২০১৯সনের স্বেচ্ছায় ৪২জন রক্ত দানকারীদের মাঝে বিশেষ সম্মাননা ক্র্যাস্ট প্রদান করা হয়।

নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটি’র প্রধান পরিচালক ইঞ্জিনিয়ার সুমনের তত্বাবধানে উক্ত অনুষ্ঠানে সহযোগীতায় ছিলেন কবির হোসেন মামুন, রিদয় হাসান লালন, আবু বক্কর সিদ্দীক রতন, রনবীর সাহা দীপ্ত, কাইয়ুম হাসান, মিজানুর রহমান, মাহাবুব হাসান পাবেল, সাইফুল ইসলাম, উজ্জল প্রমুখ।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই