তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

রাজধানীতে বিআরএফ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে বিআরএফ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
[ভালুকা ডট কম : ২৭ জুন]
অদ্যই ২৬ জুন ২০১৯ বুধবার সন্ধ্যা ৬.৩০ টায় বিআরএফ আয়োজিত এক মতবিনিময় সভা রাজধানীর লালমাটিয়াস্থ এএলআরডি সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব শিপন রবিদাস প্রাণকৃষ্ণ।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উন্নয়ন সংস্থা এএলআরডি এর কর্মসূচি কর্মকর্তা (প্রশিক্ষন) মির্জা আজিম হায়দার, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বিভূতোষ রায়, বিশিষ্ট প্রকৌলশী রবিন চন্দ্র রবিদাস, জাগরন যুব ফোরামের সভাপতি মোহন রবিদাস, বিডিইআরএম এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তামান্না সিং বাড়াইক।

বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর সাংগঠনিক সম্পাদক কৈলাশ রবিদাসের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর সহ সাংগঠনিক সম্পাদক আদুরী রবিদাস, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রতিমা রানী রবিদাস, রংপুর বিভাগীয় সমন্বয়কারী উত্তম কুমার রবিদাস, বাংলাদেশ রবিদাস নারী ফোরাম (বিআরডব্লিউএফ) কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য সূর্য্যমণি রবিদাস, বিআরএফ এর ময়মনসিংহ বিভাগীয় কমিটির অর্থ সম্পাদক রবিন রবিদাস, শেরপুর জেলা শাখার সভাপতি রতন রবিদাস, গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক খিলন রবিদাস, সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমন রবিদাস, মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জয়ন্ত রবিদাস, রংপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক উত্তম রবিদাস, তারাগঞ্জ উপজেলা শাখার নারী ও শিশু বিষয়ক সম্পাদক স্মৃতি রানী রবিদাস, ময়মনসিংহের গৌরিপুর উপজেলা শাখার নারী ও শিশু বিষয়ক সম্পাদক নিপা রানী রবিদাস, বাংলাদেশ রবিদাস নারী ফোরাম (বিআরডব্লিউএফ)-মৌলভীবাজারের রাজনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুন্নি রবিদাস, কুলাউরা উপজেলা শাখার নেত্রী সুমী রবিদাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনুরাধা বাড়াইক, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চম্পা নাইডু, সরকারী তিতুমীর কলেজের শিক্ষার্থী উজ্জ্বল রবিদাস।

মতবিনিময় সভায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)- নীলফামারী জেলা শাখার সভাপতি শাওন ভুইমালী, লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু বাঁশফোর (ঘুগলু), সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অনিল রবিদাস, ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক অতুল কুমার রায়, আদিবাসী ছাত্র পরিষদ-বগুড়া জেলা শাখার দপ্তর সম্পাদক সুজন রাজভর।

সভায় বক্তাগণ তাদের নিজ নিজ এলাকায় অনগ্রসর রবিদাস জনগোষ্ঠীর মাঝে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ১০ টাকা কেজি দরে চাল, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত ৫০ দিনের প্রশিক্ষন কর্মসূচি, উপজেলা পর্যায়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রদত্ত বরাদ্দ বিতরণে সহযোগীতা করার অভিজ্ঞতা বর্ণনা করেন। নিজেদের সক্ষমতা বৃদ্ধি করে মূল স্রোত জনগোষ্ঠীকে সাথে নিয়ে হাতে-হাত, কাধে-কাধ মিলিয়ে বিআরএফ কে এগিয়ে নিতে হবে। বিআরএফ বাংলার রবিদাস জনগোষ্ঠীর জন্য আর্শিবাদ স্বরূপ। একইসাথে বক্তাগণ বাংলাদেশের অত্যন্ত অনগ্রসর রবিদাস জনগোষ্ঠীর আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও জীবনমান উন্নয়ন এবং  মানবাধিকার সুরক্ষায় প্রাণের ১১দফা দাবি পূরণের লক্ষ্যে দল-মত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করেন।

বার্তা প্রেরক
শিপন রবিদাস প্রাণকৃষ্ণ
প্রতিষ্ঠাতা ও মহাসচিব
বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)
কেন্দ্রীয় কমিটি, ঢাকা।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই