তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

কালিয়াকৈরের পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী নিহত

কালিয়াকৈরের সিনাবহ এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী লিয়ন নিহত
[ভালুকা ডট কম : ০২ জুলাই]
গাজীপুরের কালিয়াকৈরের সিনাবহ এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ  সন্ত্রাসী লিয়ন সিদ্দিক  নিহত, ৩ রাউন্ড গুলি ও ১টি পিস্তল উদ্ধার ।পুলিশ জানায়, জয়দেবপুর থানার একটি  হত্যা ও  মাদক মামলার আসামী লিয়ন সিদ্দিককে  গতকাল পুলিশ কোনাবাড়ী এলাকা থেকে আটক করে। 

রাতে তার দেয়া তথ্য মতে  এস আই আতিকুর রহমান রাসেলের নেতৃত্ব কালিয়াকৈর থানা পুলিশের একটি দল তাকে নিয়ে অস্ত্র এবং মাদক উদ্ধারে কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এক পর্যায় তারা সিনাবহ এলাকায় পৌঁছিলে পূর্ব থেকে উৎপেতে থাকা লিয়ন  বাহিনী  পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্বরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে পালিয়ে  যাওয়ার সময় লিয়ন গুলিবিদ্ধ হয়। এসময় লিয়ন বাহিনী পালিয়ে গেলেও সেখান থেকে একটি পিস্তল ও ১রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।  আহতাবস্থায় লিয়নকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেযা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন মজুমদার জানান, নিহত সন্ত্রাসী লিয়নের বিরুদ্ধে খুন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি সহ ১৭ টি মামলা রয়েছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই