তারিখ : ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুর পৌর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামীকাল

গৌরীপুর পৌর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামীকাল
[ভালুকা ডট কম : ০৩ জুলাই]
ময়মনসিংহের গৌরীপুর পৌর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামীকাল বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১১ টায় গৌরীপুর পৌরসভার নতুন মিলনায়তন ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।এ সম্মেলনের উদ্বোধন করবেন ময়মনসিংহ জেলা যুবলীগের আহবায়ক এডভোকেট আজহারুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। সম্মেলন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুবলীগের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক বদিউল ইসলাম বদি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান, শাহ শওকত উসমান লিটন, রফিকুল ইসলাম পিন্টু, এইচ.এম ফারুক, আখেরুল ইমাম সোহাগ, সদস্য তানজির আহমেদ রাজীব, গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, গৌরীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আলী আহাম্মদ খান সেলভী, উপজেলা যুবলীগের সভাপতি সানাউল হক, সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা।সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন গৌরীপুর পৌর যুবলীগের আহবায়ক মেহেদী হাসান মিথুন ও সঞ্চালনায় থাকবেন যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন বাচ্চু।

পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন বাচ্চু সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করে বলেন, এ সম্মেলনকে স্বাগত জানিয়ে পৌর যুবলীগের উদ্যোগে বুধবার সন্ধ্যায় গৌরীপুর পৌর শহরে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

রাজনীতি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই