তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় গুজবের বিরুদ্ধে সচেতনতা মূলক র‌্যালি

ভালুকায় গলাকাটা গুজবের বিরুদ্ধে সচেতনতা মূলক র‌্যালি
[ভালুকা ডট কম : ৩০ জুলাই]
পদ্মা সেতুতে এক লক্ষ কিশোরের মাথা লাখবে এ ধরনের গুজবের বিরুদ্ধে আজ সকালে ভালুকায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের জন সচেতনতামূলক একটি র‌্যালি বাহির করা হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের নেতৃত্বে বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আনসার ও ভিডিপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন ইউনিয়নের আনসার ও ভিডিপি দলপতি ও দলনেত্রীগন অংশ গ্রহন করে।

র‌্যালির এক পর্যায়ে সংক্ষিপ্ত ভাষনে উপজেলা নির্বাহী অফিসার এ ধরনের গুজব থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন কাউকে ছেলে ধরা সন্দেহ হলে আইন শৃংখলা বাহিনীর হাতে তুলে দেয়ার জন্য তিনি পরামর্শ দেন আথবা ৯৯৯ এই নাম্বারে ফোন দিয়ে পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করেন। অপর দিকে ডেঙ্গু প্রতিরুদে বাড়ীর আঙ্গিনা মশা নিমূলের জন্য পরিস্কার  রাখাতে সকলের প্রতি আহ্বান জানান।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই