তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গফরগাঁওয়ে এসিড নিক্ষেপকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রী মিনহার শরীরে এসিড নিক্ষেপকারীদের গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত
[ভালুকা ডট কম : ৩০ জুলাই]
ময়মনসিংহের গফরগাঁও পাঁচবাগ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ফাজিল ১ম বর্ষের ছাত্রী মিনহা রাফিদা খান(১৮) শরীরে এসিড নিক্ষেপকারীদের গ্রেফতারের দাবিতে মিছিল,মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অব্যাহ রয়েছে।

মঙ্গলবার গফরগাঁও হেল্পলাইন নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ের সামনে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।এসিড নিক্ষেপকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে গফরগাঁও সরকারী কলেজ ও খায়রুল্লাহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েক‘শ শিক্ষার্থী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচীতে অংশ গ্রহন করেন।

সমাবেশে বক্তব্য রাখেন,গফরগাঁও হেল্পলাইনের প্রতিষ্ঠাতা আকরাম হোসেন তাহসীন,সিহাব আল হাসান হৃদয়, ফয়সাল আহমেদ নিয়ম, তারিকুল ইসলাম সানী, আপেল মাহমুদ, তাপসী, মাইনুল ইসলাম গাফফার, মারজান আবেদীন সানি, জয়া, মোঃ রমজান, মফিজুল হক শাকিল ও সুজন প্রমুখ।

অপরদিকে সোমবার সকাল ১১টায় পাঁচবাগ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় সামনে সড়কে ১ কি.মি. এলাকায় জুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।পাঁচবাগ ইউনিয়নের ৮টি শিক্ষা-প্রতিষ্ঠানের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী, অভিভাবকসহ এলাকাবাসী ব্যানার ও ফেস্টুন সহকারে একই দাবিতে এ মানববন্ধনে অংশ গ্রহণ করে।

এ সময় বক্তব্য রাখেন, পাঁচবাগ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রইছ উদ্দিন, এডভোকেট শাহাব উদ্দিন কলেজের অধ্যক্ষ এ.কে.এম মাহমুদ হোসেন সেলিম, পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের লামকাইন উচ্চ বিদ্যালয় হাফিজুল হক ফেরদৌস, পাঁচবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক রঞ্জন, লামকাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন, শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ আকবর হোসাইন ও এসিডদগ্ধ মাদ্রাসাছাত্রীর ভাই নজুমদ্দিন খান আকিব প্রমূখ।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই