তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গফরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচন নিয়ে মামলা

গফরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচন নিয়ে আদালতে মামলা
[ভালুকা ডট কম : ২৫ আগস্ট]
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখার নির্বাচনে অনিয়মের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।নির্বাচনে পরাজিত সভাপতি প্রার্থী এ.এইচ.এম আশাদ নয়ন বাদী হয়ে ময়মনসিংহের গফরগাঁও সিনিয়র সহকারী জজ আদালতে এ মামলা দায়ের করেন।মামলা নং-১২৯/২০১৯।

মামলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,নির্বাচন পরিচালার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা,নিবাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ৫৯জনকে বিবাদী করা হয়েছে।শুনানি শেষে আদালত ন্যায় বিচারের স্বার্থে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত নিস্পত্তি না হওয়া পর্যন্ত বিবাদীগনকে নির্বাচিত কমিটিকে অনুমোদনের বিষয়ে স্থিতিবস্থা বজায়ে রাখার জন্য নির্দেশ প্রদান করেছে।

মামলা সূত্রে জানা গেছে,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গঠনতন্ত্র মোতাবেক নির্বাচিত সংসদের মেয়াদ শেষ হওয়ার ৬মাস আগে নতুন নির্বাচনের তফসিল ঘোষনার বিধান রয়েছে।সে মোতাবেক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিগত ১০জুন ময়মনসিংহ জেলা শাখার জন্য নির্বাচনী তফসিল ঘোষনা করেন।তফসিল মোতাবেক উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি গফরগাঁও শাখার ২৩ ও ২৪ জুন বিকেল ৪টা হতে রাত ৮টা পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ করে নির্বাচন কমিশন।২৬জুন মনোনয়নপত্র দাখিল,২৭জুন বাছাই,২৮জুন প্রত্যাহার এবং ২৯ জুন চৃড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে।নির্বাচন কমিশন তফসিলে প্রথমে ভোট গ্রহনের দিন ১৯-০৭-২০১৯ ইং তারিখ উল্লেখ্য করলেও পরবর্তীতে কোন পূর্ণ তফসিল না দিয়ে ০২-০৮-২০১৯ ইং তারিখে ভোট গ্রহনের দিন নির্ধারণ করেন।নির্বাচন কমিশন ২৯-০৬-২০১৯ ইং তারিখের ০৬নং স্বারকে সংশোধিত বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে।এতে প্রার্থী তালিকায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৪ জন এবং অন্যান্য পদে ৩ জন করে প্রার্থী তালিকা প্রকাশ করে।এর আগে নির্বাচন কমিশন ২৯-০৬-২০১৯ইং তারিখে ০৪নং স্বারকে যে বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে সভাপতি এবং সাধারণ সম্পাদক ছাড়া অন্য কোন পদে দুই জনের অধিক প্রার্থী ছিলনা।নির্বাচন পরিচালনার জন্য ৩সদস্য বিশিষ্ট কমিটি গঠনের নিয়ম থাকলেও গঠনা করা হয়েছে ৫ সদস্য বিশিষ্ট কমিটি। এছাড়াও নির্বাচনে প্রার্থী তালিকার সাথে ফলাফলের তালিকায়  গড়মিল রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয।প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচনে গফরগাঁও উপজেলা শাখার মোট ভোটার সংখ্যা ছিল ৭৬২জন।নির্বাচনে ভোটার উপস্থিতি সংখ্যা ছিল ৭১২জন।নির্বাচনে ফলাফলে যুগ্ন সম্পাদক পদে তিন জন (মহিলা) প্রার্থীর প্রাপ্ত ভোট সংখ্যা দেখানো হয়েছে মনজিলা আক্তারকে ৩৮০,সানজিদা আফরোজ ৩৮০ এবং সানজিদা জাহান-৩৫ ভোট।যা মোট ভোটার সংখ্যার চেয়ে ৩৪ ভোট বেশী।

এব্যপারে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার বাবুল সরকার জানান,আদালতের নির্দেশনার কাগজ এখনো আমারা হাতে পায়নি।নির্বাচন অবাধ,সুষ্ঠ’ ও শান্তি পূর্ণ হয়েছে বলে তিনি দাবি করেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

নির্বাচন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই