তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ
[ভালুকা ডট কম : ০২ সেপ্টেম্বর]
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সফররত সৌদি নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল ফাহাদ বিন আবদুল্লাহ আল-গোফায়েলি। (আজ (সোমবার) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, প্রধানমন্ত্রী ও সৌদি নৌবাহিনী প্রধান দুই দেশের প্রতিরক্ষাকে শক্তিশালীকরণের ওপর গুরুত্বারোপ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্রসীমা বিরোধ বাংলাদেশ সমাধান করেছে। রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পালিয়ে আসা মিয়ানমারের নাগরিকরা স্থানীয় নাগরিকদের চেয়ে বেশি হয়েছে এবং তাদের মারাত্মক ভোগান্তির সৃষ্টি করছে।

বৈঠকে সৌদি নৌবাহিনী প্রধান প্রধানমন্ত্রীকে জানান, দুই দেশের নৌবাহিনীকে এগিয়ে নিতে তার সাথে বাংলাদেশের নৌবাহিনী প্রধানের ফলপ্রসূ আলোচনা হয়েছে। অপরদিকে ফাহাদ বিন আবদুল্লাহ আল-গোফায়েলি ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের উদারতার ভূয়সী প্রশংসা করেন। সৌদি প্রতিরক্ষা বাহিনীতে বাংলাদেশি নাগরিকদের কাজ প্রসঙ্গে তিনি বলেন, তারা কঠোর পরিশ্রম করে ভ্রাতৃপ্রতীম দুই দেশের জন্য অবদান রেখে যাচ্ছেন।

এ সময় অন্যদের মধ্যে- বাংলাদেশের নৌপ্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই