বিস্তারিত বিষয়
রাণীনগরে নলক’পে বিদ্যুৎ সংযোগ না দেওয়ায় হুমকির মুখে আবাদ
রাণীনগরে গভীর নলক’পে বিদ্যুৎ সংযোগ না দেওয়ায় হুমকির মুখে কয়েকশত বিঘা জমির আবাদ
[ভালুকা ডট কম : ১৪ সেপ্টেম্বর]
নওগাঁর রাণীনগর উপজেলার প্রত্যন্ত এলাকা পারইল ইউনিয়ন পরিষদ। এই পরিষদের আওতায় পারইল মৌজায় পারইল মাঠে চাষাবাদের জন্য জমিতে সেচ দেওয়ার লক্ষ্যে ব্যক্তি মালিকানায় স্থাপন করা হয় একটি গভীর নলক’প। কিন্তু সংযোগ প্রদানের নিদের্শ পাওয়ার প্রায় ৯মাস পার হলেও অজ্ঞাত কারনে রাণীনগর পল্লী বিদ্যুৎ সমিতি এখনো বিদ্যুৎ সংযোগ প্রদান করেনি। সংযোগ না দেওয়ায় গভীর নলক’পের আওতায় প্রায় কয়েক শত বিঘা জমির আবাদ হুমকির মুখে পড়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পারইল ইউনিয়নের পারইল মাঠের ধান ও অন্যান্য ফসলে সেচ দেওয়ার লক্ষ্যে ওই গ্রামের মৃত দেশারতুল্লাহ মন্ডলের ছেলে নছির উদ্দিন মন্ডলসহ কয়েকজন মিলে পারইল মৌজার ৭৬নং জেএল, ২০৭৪ দাগ নম্বর জমিতে ব্যক্তি অর্থের মাধ্যমে একটি গভীর নলক’প স্থাপন করেন ২০০৮ সালে। স্থাপনের পর থেকে নলক’পটি তেলের মাধ্যমে পরিচালনা করে আসছিলেন তারা। গভীর নলক’পটি দীর্ঘ প্রায় ১১বছর বিদ্যুৎ বিহীন থাকা সংযোগ পাওয়ার আশায় বিভিন্ন মাধ্যমে প্রক্রিয়া শেষে চলতি বছরের জানুয়ারী মাসে নলক’পে সেচ বিদ্যুৎ সংযোগ প্রদান করার জন্য রাণীনগর পল্লী বিদ্যুৎ সমিতিকে সেচ সংযোগের ছাড়পত্র প্রদান করেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কর্মকর্তা। কিন্তু এই ছাড়পত্র পাওয়ার প্রায় ৯মাস অতিবাহিত হলেও অজ্ঞাত কারণে এখনো পর্যন্ত নলক’পে সেচ সংযোগ ওদয়ো হয় নাই। এতে করে চরম হুমকির মুখে পড়েছে এই গভীর নলক’পের আওতায় থাকা কয়েকশত বিঘা জমির আবাদ। বর্তমানে তেল দিয়ে জমিতে সেচ দেওয়া অনেক ব্যয়বহুল। তাই জমিতে ফসল উৎপাদনের খরচ অনেক বেশি হওয়ার কারণে হতাশায় পড়েছেন এই অঞ্চলের কৃষকরা।
গভীর নলক’পের প্রধান অংশীদার নছির উদ্দিন মন্ডল বলেন বর্তমানে এই উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন হলেও আমরা প্রায় ১১বছর যাবত একটি সেচ সংযোগ পাই নাই। লাখ লাখ টাকা খরচ করে সেচ সংযোগের জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করা হলেও অজ্ঞাত কারণে সংযোগ দিচ্ছে না রাণীনগর পল্লী বিদ্যুৎ সমিতি। আমরা তেল দিয়ে আর সেচ কাজ চালাতে পারছি না। কারণ এতে করে কৃষকদের ফসল উৎপাদনে খরচ পড়ে যাচ্ছে অনেক। এছাড়াও রাণীনগর জোনের অবহেলায় সাম্প্রতিক কালের বোরো মৌসুমে সেচ কাজ করা সম্ভব হয় নাই। এই কারণে অনেক কৃষক পানি সেচের জন্য জমিতে ধানও চাষাবাদ করতে পারেননি। তাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন অতিদ্রুত সেচ সংযোগটি প্রদান করে এই অঞ্চলের কৃষকদের বাঁচানোর তাগিদে সুষ্ঠু পদক্ষেপ নিবেন।
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির রাণীনগর জোনের ডিজিএম মো: আসাদুজ্জামান বলেন এই গভীর নলক’পে সেচ সংযোগ দেওয়ার সকল কাজ সম্পন্ন হয়েছে কিন্তু অভ্যন্তরিন একটি জটিল সমস্যার কারণে সংযোগটি দিতে পারছি না। সমস্যাটি সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে সংযোগ প্রদান করবো।
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস)-১ জেনারেল ম্যানেজার মো: এনামুল হক প্রামাণিক বলেন এই গভীর নলক’পের বিদ্যুৎ সংযোগ প্রদানের ক্ষেত্রে একচি অভ্যন্তরিন সমস্যা দেখা দিয়েছে। আশা রাখি অতিদ্রুত এই সমস্যা সমাধান করে সংযোগ প্রদান করা হবে।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
কৃষি/শিল্প বিভাগের অন্যান্য সংবাদ
-
রাণীনগরে লটারীর মাধ্যমে নির্বাচন করা হচ্ছে কৃষকের ভাগ্য [ প্রকাশকাল : ০৩ ডিসেম্বর ২০১৯ ০৫:১৪ অপরাহ্ন]
-
আত্রাইয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে আমন ধান সংগ্রহ [ প্রকাশকাল : ০২ ডিসেম্বর ২০১৯ ০৫:২০ অপরাহ্ন]
-
নওগাঁয় লটারির মাধ্যমে কৃষক নির্বাচন [ প্রকাশকাল : ২৬ নভেম্বর ২০১৯ ০৫:১৩ অপরাহ্ন]
-
রাণীনগরে আবাদী জমির মাটি যাচ্ছে ইট ভাটায় [ প্রকাশকাল : ২৫ নভেম্বর ২০১৯ ০১:৩০ অপরাহ্ন]
-
রাণীনগরে আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন [ প্রকাশকাল : ২১ নভেম্বর ২০১৯ ০৬:০০ অপরাহ্ন]
-
রাণীনগরে ১৮শ কৃষক পেলো বিনামূল্যে সার ও বীজ [ প্রকাশকাল : ২১ নভেম্বর ২০১৯ ০৫:০৭ অপরাহ্ন]
-
নওগাঁয় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন [ প্রকাশকাল : ২০ নভেম্বর ২০১৯ ০৭:৪২ অপরাহ্ন]
-
নওগাঁয় ৩৫ হাজার মেট্টিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা [ প্রকাশকাল : ১৯ নভেম্বর ২০১৯ ০৭:১৮ অপরাহ্ন]
-
পেয়াজের ঝাঁলে অম্লান কৃষকদের নবান্ন উৎসব [ প্রকাশকাল : ১৭ নভেম্বর ২০১৯ ০৫:৩০ অপরাহ্ন]
-
সখীপুরের সপ্তাহে কোটি টাকার কলা বেচাকেনা [ প্রকাশকাল : ১৪ নভেম্বর ২০১৯ ০৬:৪০ অপরাহ্ন]
-
রাণীনগরে কৃষকদের মাঝে উপকরন বিতরন [ প্রকাশকাল : ১৪ নভেম্বর ২০১৯ ১২:০৪ অপরাহ্ন]
-
নওগাঁয় বিস্তীর্ণ মাঠ জুড়ে দোল খাচ্ছে সোনালী শীষ [ প্রকাশকাল : ১৪ নভেম্বর ২০১৯ ১০:০০ পূর্বাহ্ন]
-
শার্শায় বুলবুলের প্রভাবে ফসলের ব্যাপক ক্ষতি [ প্রকাশকাল : ১০ নভেম্বর ২০১৯ ০৫:৩০ অপরাহ্ন]
-
নওগাঁয় পাঁকা আমন ধানের মাঠে খাদ্যমন্ত্রী [ প্রকাশকাল : ০৯ নভেম্বর ২০১৯ ০৫:১১ অপরাহ্ন]
-
রাণীনগরে কৃষকদের মাঝে উপকরন বিতরন [ প্রকাশকাল : ০৭ নভেম্বর ২০১৯ ০১:১০ অপরাহ্ন]