তারিখ : ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নওগাঁয় ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন

নওগাঁয় জেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন
[ভালুকা ডট কম : ১৮ সেপ্টেম্বর]
নওগাঁয় জেলা পর্যায়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল (বালিকা) টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) শুভ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এই টুর্নামেন্টের আয়োজন করে।

বুধবার বিকেলে জেলা স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: হারুন-অর-রশিদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রকৌশলী মো: আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, সদর নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু প্রমুখ।

টুর্নামেন্টে জেলার ১১টি উপজেলা ও ১টি পৌর সভার মোট ১২টি বালক ও ১২টি বালিকা দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় বালকদের বিভাগে রাণীনগর উপজেলা দল ২-০ গোলে পত্নীতলা উপজেলা দলকে হারিয়ে বিজয়ী হয়। আগামী ২৪সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

খেলাধুলা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই