তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

জাতিসংঘে স্থান পায়নি রোহিঙ্গা ইস্যু,নানাবিধ সংকট দেশ

জাতিসংঘে স্থান পায়নি রোহিঙ্গা ইস্যু,নানাবিধ সংকট দেশ
[ভালুকা ডট কম : ২৩ সেপ্টেম্বর]
মিয়ানমারে জাতিগত নিধনের শিকার ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিলেও রোহিঙ্গাদের কারণে এখন নানাবিধ সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে। ,বিশ্বের গুরুত্বপূর্ণ একটি শরণার্থী সমস্যা হলেও জাতিসংঘ অধিবেশনের মূল প্রতিপাদ্যে এবার শরণার্থী ইস্যুটি স্থান পায়নি। তবে, রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণে সাধারণ পরিষদের সাইড লাইনে বাংলাদেশ একাধিক ইভেন্টের আয়োজন করেছে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানিয়েছেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দিতে বিশ্ব নেতাদের ওপর চাপ সৃষ্টি অব্যাহত রেখেছেন বাংলাদেশ। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের বিষয়ে এখন চীন, রাশিয়া ও ভারতের সমর্থন পাওয়া যাচ্ছে। জাতিসংঘ সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সমস্যা মূল প্রতিপাদ্য হিসেবে না থাকলেও নির্ধারিত অলোচ্যসূইচতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য এবং অবস্থান তুলে ধরার পাশাপাশি রোহিঙ্গা ইস্যু নিয়েও বক্তব্য দেবেন।

এদিকে, রোহিঙ্গাদের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবার কেলেঙ্কারির ঘটনায় নির্বাচন কমিশন এবং এনআইডি উইংয়ের অন্তত ১৫ জন কর্মকর্তা এবং কর্মচারীর সম্পৃক্ততার তথ্য পেয়েছে কাউন্টার টেররিজম ইউনিট। রোহিঙ্গাদের এনআইডি কার্ড দেয়ার মাধ্যমে এসব কর্মকর্তা-কর্মচারি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেয়ার জন্য যা প্রয়োজন তাই করা হবে। গত কয়েকদিনের অনুসন্ধান ও যাচাই-বাছাইয়ের পর রোহিঙ্গা সন্দেহে ৬১ জনের পরিচয়পত্র ব্লক করেছে এনআইডি উইং।

হারিয়ে যাওয়া ল্যাপটপে ইসির সফটওয়ার, কমিশনের বিশেষ মডেম এবং নির্বাচন কর্মকর্তার ইউজার এবং পাসওয়ার্ড দালাল চক্রের হাতে চলে যাবার পর এবার এনআইডি সার্ভার সুরক্ষায় আরো পাঁচ ধাপে প্রযুক্তিগত নিরাপত্তা গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

গত মাসের শেষ সপ্তাহে টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে স্মাটকার্ডধারী এক রোহিঙ্গা ডাকাতের মৃত্যুর পর অনুসন্ধান করতে গিয়ে বের হয়ে আসে এনআইডি উইংয়ের অনিয়মের বিষ্ময়কর নানা তথ্য। এ ঘটনায় থানায় দায়ের করা মামলায় কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করলেও সমান তালে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে দুর্নীতি দমন কমিশনও।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জাতীয় বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই