তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

রাণীনগরে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের হানা

রাণীনগরে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের হানা
[ভালুকা ডট কম : ৩০ সেপ্টেম্বর]
নওগাঁর রাণীনগর সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের একটি দল অভিযান পরিচালনা করেছে। সোমবার দুপুরে ৫সদস্যের একটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দল এই অভিযান পরিচালনা করে। তবে অভিযান শেষে অভিযানের বিষয়ে কোন মন্তব্য করেননি দুদকের দল প্রধান।

সূত্রে জানা গেছে, বর্তমানে সারা দেশে বিভিন্ন অনিয়ম আর দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দল জেলা থেকে শুরু করে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে অভিযান পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে রাণীনগর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করে দুদকের একটি দল। কয়েক ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করে বিকেলে সংবাদকর্মীদের কোন প্রশ্নের জবাব না দিয়েই দলটি সাব-রেজিস্ট্রি অফিস ত্যাগ করে। তবে সাব-রেজিস্ট্রি অফিসের বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে, সম্প্রতি এই অফিসের নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদের প্রেক্ষিতেই দুদক এই অভিযান পরিচালনা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার মোছা: রাশিদা ইয়াসমিন মিলি বলেন দুদক তার নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করেছে। তবে কি কি বিষয়ে দুদক তদন্ত করেছে এবং কেন করেছে তা তিনি জানাননি।

জেলা সাব-রেজিস্ট্রি সৈয়দ মুজিবর রহমান বলেন দুদকের এই অভিযানের কথা আমি লোকমুখে শুনেছি। তবে দুদক কি কি বিষয়ে তদন্ত করেছে এবং কেন অভিযান পরিচালনা করা হয়েছে তা আমার জানা নেই।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই