তারিখ : ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় পেঁয়াজের বাজার পরিদর্শনে প্রশাসন

ভালুকায় পেঁয়াজের বাজার পরিদর্শনে প্রশাসন
[ভালুকা ডট কম : ০২ অক্টোবর]
ভালুকা উপজেলায় পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের জন্য মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন।বুধবার বিকেলে ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা পৌর শহরের পেঁয়াজের দোকান গুলো পরিদর্শন করেন।

সূত্রে জানা যায়, ভারত পেঁয়াজ রপ্তানী বন্ধ করে দিয়েছে, এই সংবাদের পর সারা দেশের মতো ভালুকা উপজেলাতেও এর প্রভাব পড়ে। পেঁয়াজ ব্যবসায়ীরা  তাদের ইচ্ছামতো কয়েক ঘন্টার মধ্যেই দাম বাড়িয়ে দেন। এতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় পেঁয়াজের দাম। তাই বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য বুধবার বিকেলে ভালুকা বাজারে উপস্থিত হয়ে পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা। এ সময় তিনি বেশ কয়েকটি পাইকারি দোকানির কেনা-বেচার রশিদ চেক করেন। একই সঙ্গে পেঁয়াজের মজুদ না করার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেন।

ভালুকা বাজারের পাইকারি পেঁয়াজ বিক্রেতা সোহেল মিয়ার দোকানে চার ব্যক্তি জানান, তাঁরা খুচরা বিক্রেতাদের কাছে ৬৭ থেকে ৭০ টাকা দামে পেঁয়াজ বিক্রি করছেন। গত কয়েক দিন আগে প্রতি কেজি পেঁয়াজ ফরিদপুরের সালতা থেকে ৮০ টাকা দামে কিনে আনতে হয়েছে।

একই বাজারের অন্তত চার জন খুচরা বিক্রেতা জানান, পাইকারি বিক্রেতারা তাদের ইচ্ছামত পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করেন। তাঁরা আজকে প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকায় কিনে ৮০ টাকায় করে বিক্রি করছেন।

বাজারে পেঁয়াজ কিনতে আসা রাসেল নামের এক ব্যক্তি জানান,তিন ব্যবসায়ী তাঁর কাছে এক কেজি পেঁয়াজের দাম ৮৫ টাকা চেয়েছে। পরে তিনি দামাদামির পর এক দোকান থেকে ৮০ টাকায় কিনেছেন।

এ বিষয়ে ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা জানান,বুধবার বিকেলে পৌরসদরের পেঁয়াজ বাজার পরিদর্শন করা হয়েছে। সেখানে প্রচুর পেঁয়াজ মজুদ আছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগের দিনের চেয়ে পেঁয়াজের দাম কিছুটা কমতির দিকে। পেঁয়াজসহ নিত্যপন্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে আরও অভিযান চালানো হবে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই