তারিখ : ২৪ এপ্রিল ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ে ভোকেশনাল শাখার উদ্বোধন

নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা ও ভোকেশনাল শাখার উদ্বোধনে এমপি তুহিন
[ভালুকা ডট কম : ২৬ ডিসেম্বর]
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের ডিজিটাল হাজিরা এবং অত্র বিদ্যালয়ে ভোকশনাল শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী আতাউল করিম বাবুলের সভাপতিত্বে ও ম্যানেজিং কমিটির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের সঞ্চালনায় ডিজিটাল হাজিরা ও ভোকেশনালের শুভ উদ্বোধন করেন দুই বারের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। উদ্বোধন পূর্বক অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম বাবুলের পরিচালনায় এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুর রহিম সুজন প্রমুখ।

এ সময় উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম সোহেল, বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল শাখার সভাপতি এ.বি সিদ্দিক খসরু, গাংগাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এটিএম মঞ্জুরুল হক, যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম পিয়ারুল, যুবলীগ নেতা শফিকুল ইসলাম রিপন, ছাত্রলীগ নেতা সাদেক হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম শামীম সহ দলীয় নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সংসদ সদস্য বলেন, নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়কে ‘স্কুল এন্ড কলেজ’ এ রূপান্তরিত করতে সর্বধরনের সহযোগীতা অব্যাহত থাকবে। অপরদিকে বিশেষ অতিথি অত্র বিদ্যালয় মাঠে গরুর হাট অন্যত্র নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান করেন। পরে ছাত্রছাত্রীদেরকে ডিজিটাল হাজিরা কার্ড বিতরণ করা হয়।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষাঙ্গন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই