তারিখ : ১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

কালিয়াকৈরে অপহরনের দায়ে দুই যুবক গ্রেফতার

কালিয়াকৈরে অপহরনের দায়ে দুই যুবক গ্রেফতার
[ভালুকা ডট কম : ১৫ ফেব্রুয়ারী]
গাজীপুরের কালিয়াকৈরে এক মোবাইল ব্যাবসায়িকে অপহরনরে দায়ে দুই যুবককে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।শুক্রবার (১৪ই ফেব্রয়ারী) বিকালে ঢাকা-টাংঙ্গাইল মহাসড়কের উপজেলার টেংলাবাড়ি হানিফ হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের নিকট থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলো,কালিয়াকৈর উপজেলার বলিয়াদি বকশি বাড়ি এলাকার মিন্টু বকশির ছেলে নিয়ন(২৪),নাওলা এলাকার সুচিন্দ্র সরকারের ছেলে দিপক সরকার।

স্থানীয় ওপুলিশ সূত্র জানায় ,অপহরন হওয়া ব্যাক্তি টাংঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার রহিমপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে সরুজ মিয়া স্থানীয় হামেদ মার্কেট বাজার এলাকায় মোবাইলের ইজি লোঢ,বিকাশের টাকা লেনদের ব্যবসা করেন।১৩ই ফেব্রয়ারি সরুজের ফোনে অজ্ঞাত পরিচয় দিয়ে বলে আমি ম্যাক্স মোবাইল কোম্পানির অফিসার আপনার জন্য আমাদের কোম্পানীর পক্ষ থেকে বিশেষ পুরস্কার আছে ।১৪ই ফেব্রয়ারী আপনি কালিয়াকৈর রাবেয়া ক্লিনিকের সামনে আসবেন।কথামত সরুজ মিয়া ওইদিন উক্ত স্থানে আসলে তাকে  সাদা রংঙ্গে (ঢাকা মেট্রো গ ১৭-৭৫২১)প্রাইভেট কারে  প্রবেশ করাইয়া ৪/৫জন অজ্ঞাত অপহনর কারির দলের সদস্যরা এলোপাথারি মরাদর করে।পরে গলায় দাড়ালো অস্ত্র ধরে  ৩লক্ষ টাকা মুক্তিপন দাবি করে।অপহরন হওয়া সরুজ বলে আমার কাছে এখন টাকা নেয় তবে আমার দোকানে টাকা আছে ।টাকা দোকান থেকে এনে দিতে হবে।অপহরন কারিরা দোকানে যাওয়ার উদ্দ্যেশে রওনা দেন পরে তাদের ক্ষুদা লাগলে ঢাকা টাংঙ্গাইল মহাসড়কের হানিফ হোটেলে গাড়ির থামিয়ে খাবার ক্ষেতে গেলে ওই গাড়ির চালক বুজতে পাড়ে তাকে অপহরন করা হয়েছে।ড্রাইভার কৌশলে থানা পুলিশকে খবর দিলে কালিয়াকৈর থানা পুলিশের চৌকশ পুলিশ সদস্য (এএসআই )দেলোয়ার হোসেন এবং ইমরান হোসেনসহ পুলিশ ফোর্স ঘটনাস্থল এসে অপহরন হওয়া সরুজ মিয়াকে উদ্ধার করে এবং ওই সময় দুই আসামিকে গ্রেফতার করে থানায় সোর্পদ করে।

এঘটনায় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন মজুমদার বলেন গ্রেফতার কৃতদের বিরুদ্ধে অপহরন এবং মুত্তিপন দাবি করার অপরাদে মামলা দায়ের করে শনিবার দুপুরে গাজীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই