তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় ৭ই মার্চের ভাষন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভালুকায় ৭ই মার্চের ভাষন প্রতিযোগিতা অনুষ্ঠিত
[ভালুকা ডট কম : ০৭ মার্চ]
৭ মার্চ শনিবার সকাল ১০ টা হতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ছাত্র ছাত্রীদের অংশ গ্রহনে জাতির জনক বঙ্গবন্ধু সেখ মুজিবুর রহমানের দেয়া ১৯৭১ এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ১১ টি ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে প্রতিযোগিতায় উত্তীর্ণ মোট ২২ জন ও পৌর সদরের ২ জন সহ ২৪ জন প্রতিযোগি ভাষন প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল, সহকারী কমিশনার ভূমি রোমেন শর্মা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন খান মিলন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তুফা খান, আফতাব উদ্দীন মোল্লা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

এর আগে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তারা ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন জাতির জনক বঙ্গবন্ধু সেখ মুজিবুর রহমানের ৭ই মার্চে দেয়া এ ভাষনে উজ্জীবিত হয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তোমরা এ ভাষন নিজেদের মধ্যে চর্চা করে জাতির জনকের আদর্শকে লালন করে আগামী দিনে দেশ গড়ার কাজে নিজেদেরকে উৎসর্গ করার মাধমে দৃঢ় প্রত্যয়ী হওয়ার আহ্বাবান জানান।

ভাষন প্রতিযোগীতায় প্রাথমিক বিদ্যালয় ক গ্রুপে প্রথম হয়েছেন পূর্ব ভালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শাহরিয়ার কাব্য,দ্বিতীয় ধলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আব্দুল্লাহ নূর মুগ্ধ,তৃতীয় হয়েছেন আঙ্গারগাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র রুহুল আমীন।

মাধ্যমিক বিদ্যালয় খ গ্রুপে পর্যায়ে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের এজাজুল ইসলাম প্রথম, হালিমুনেছা চৌধুরানী বালিকা উচ্চ বিদ্যালয়ের সায়মা জান্নাত দ্বিতীয় ও আশকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাহাতুল ইসলাম তৃতীয় স্থান অধিকার করেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই