তারিখ : ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন

গৌরীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের দাফন
[ভালুকা ডট কম : ২৬ মার্চ]
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বেকারকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হককে (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কবরাস্থানে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৫ টায় এ উপজেলার বেকারকান্দা মাদ্রাসা প্রাঙ্গনে বাদ আছর মরহুমের জানাযার নামায অনুষ্ঠিত হয়।

এর আগে উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের নেতৃত্বে গৌরীপুর থানার পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধার কফিনে গার্ড অব অর্নার প্রদান করেন।বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বুধবার দিনগত রাত ৩ টার দিকে বেকাকান্দা গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজেউন)।মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৫ ছেলে ও ৫ মেয়ে রেখে যান।

ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এড. আবুল কালাম মুহম্মদ আজাদ, মোখলেছুর রহমান, ফজলুল হক খান, তোফাজ্জল হোসেন, আব্দুল হেকিম, গিয়াস উদ্দিন, রহিমুদ্দিন, নুরুল আমিন, আব্দুল কদ্দুছ, মতিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর কাউন্সিলর মোঃ আব্দুল কাদির, উপজেলা যুবলীগ নেতা আব্দুর রউফ মোস্তাকীম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা একেএম রাকিবুল হক, সড়ক পরিবহনলীগ নেতা নুরুজ্জামান প্রমুখ। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শোক সংবাদ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই