তারিখ : ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে পৃথক সংঘর্ষে আহত দুই ব্যক্তির মৃত্যু

গৌরীপুরে পৃথক সংঘর্ষে আহত দুই ব্যক্তির মৃত্যু প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ-ভাংচুর
[ভালুকা ডট কম : ২১ মে]
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পালুহাটি গ্রামে সংঘর্ষে আহত ব্যবসায়ী আব্দুল ওয়াহাব (৪৫) ২০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১০ টার দিকে মারা গেছেন।

এ মৃত্যুর ঘটনায় ওইদিন দুপুর ১২ টার দিকে পালুহাটি গ্রামে প্রতিপক্ষ রতন মিয়া (৩৫) ও তার লোকজনের বাড়ি-ঘরে ভাংচুর লুটপাট-অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্দরা।
অপরদিকে সিংরাউন্দ গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত যুবক আদিল (৩২) বুধবার (২০ মে)  রাত সাড়ে ৭ টার দিকে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় সিংরান্দ গ্রামে ওইদিন রাতে প্রতিপক্ষের বাড়ি ঘরে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্দ জনতা।

নিহত আব্দুল ওয়াহাবের ভাগ্নে নাজমুল আহমেদ (২৪) জানান, তারা মামা এ উপজেলার পালুহাটি বাজারে কাপড় ও গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী ছিলেন। পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের রতন মিয়া (৩৫) ও কাউয়ূম মিয়ার নেতৃত্বে ১ মে সকাল সাড়ে ১০ টার দিকে পালুহাটি বাজারে হামলা চালিয়ে তার মামা আব্দুল ওয়াহাবকে গুরুতর আহত করে। এ হামলার ঘটনায় গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল ওয়াহাবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ১৬ মে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু ওই হাসপাতালের কর্তৃপক্ষ ওয়াহাবকে ভর্তি না করায় তাকে গৌরীপুরে নিয়ে আসেন স্বজনরা। অবশেষে ২০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১০ টায় তিনি মৃত্যুবরন করেন।

অপরদিকে ২০ মে বিকেলে সিংরাউন্দ গ্রামে গ্রাম্য সালিশে কথাকাটির একপর্যায়ে মেরাজুল (৪৫) ও তার লোকজন প্রতিপক্ষ আদিলের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। আহত আদিলকে হাসপাতালে নেয়ার পথে ওইদিন রাত সাড়ে ৭ টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে গৌরীপুর থানার এস আই নজরুল ইসলাম জানান, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান । #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই