তারিখ : ১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় পুলিশ,ডাক্তার,শিক্ষকসহ করোনা শনাক্ত ১৫জন

ভালুকায় ইউএনও’র মালি,পুলিশ,ডাক্তার,শিক্ষকসহ করোনা শনাক্ত ১৫জন
[ভালুকা ডট কম : ২৮ মে]
এক ধাক্কায় ভালুকা উপজেলায় ১৫জনের কোভিড-১৯পজেটিভ ধরা পড়েছে। এর মাঝে রয়েছে পুলিশ সদস্য ৬জন, পোষাক কারখানার লোক ৫জন, একজন প্রধান শিক্ষক, একজন ডাক্তার, একজন উপজেলা পরিষদের কর্মচারী, বাকীরা সাধারণ জনগণ। ১৫জনের মাঝে ২জন রয়েছেন দ্বিতীয় বার আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা মোট ৪৬জন,এর মাঝে সুস্থ হয়েছেন ৫জন।

করোনা আক্রান্ত রোগিরা হলেন,বাটাজোর মনিরচালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবন নাহার (৩৫), ভালুকা উপজেলা পরিষদের বাগান মালি নিজাম উদ্দিন(৩২)।শিল্প পুলিশ জোন-৫ সদস্য, হুমায়ুন কবির(৪০),গৌতম (৩৫), দ্বীপংঙ্কর (৩৩), মাসুদ আলী (৪৭) ও মোবারক আলম (৩০)। হাইওয়ে পুলিশের সদস্য দুলাল চন্দ্র মালাকার (৪২)।ক্রাউন ওয়্যারস্ লিঃ শ্রমিক ইমরান হোসেন (৩৩),আলী হোসেন (৩৫) (২য় বার)পিতা,মোজাম্মেল হক, বরিশাল। সুজন মিয়া(২৫),পিতা আঃ মালেক, গ্রাম পাড়াগাঁও (গতিয়ার বাজার) হবিরবাড়ী। মোরর্শেদা (৪০),স্বামী জুলহাস উদ্দিন সাং-রাজৈ,ভালুকা। হাজীর বাজার এলাকার সুলতানা সুয়েটারের শ্রমিক রেজাউল (৩৬) পিতা মিয়াবক্স উপজেলা তারকান্দা, ময়মনসিংহ ।উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামের আঃ কাদিরের ছেলে, আসাদুল ইসলাম (৩৫) ও গাজীপুরের ডা. অনন্যা (৩৮)। তাঁর স্বামী ভালুকা সরকারী হাসপাতালের কর্মরত চিকিৎসক ডা.মুশফিউস সালেহীন।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল তাঁর বাগান মালিসহ ১৫জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। ইতিমধ্যেই হবিরবাড়ি ইউনিয়নের দুটি করোনা আক্রান্ত বাড়ি লক-ডাউন করা হয়ে গেছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই