তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির আয়োজনে ময়মনসিংহে পিঠা উৎসব অনুষ্ঠিত

কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির আয়োজনে ময়মনসিংহে পিঠা উৎসব অনুষ্ঠিত
[ভালুকা ডট কম : ০৭ ফেব্রুয়ারী]
প্রতিবারের মত ০৬ফেব্রুয়ারী সন্ধ্যায় কারিগরি শিক্ষা কল্যাণ সমিতি ময়মনসিংহ কলেজ ক্যাম্পাসে বাঙালীর ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিতে পিঠা উৎসবের আয়োজন করাহয়। এ পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড: রফিকুল হক।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক মো: লোকমান হোসেন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আশরাফ উদ্দিন, এএসপি সার্কেল মো: আ: হামিদ, বিউবো ময়মনসিংহ এর প্রধান প্রকৌশলী রবীন্দ্রনাথ সমাদ্দার, তাত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: ফখরুজ্জামান, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা। আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন প্রিন্ট-টিভি মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন  প্রতিষ্ঠানের প্রধানগণ এবং সুধীজন এ উৎসবে স্বতস্ফুর্ত অংশগ্রহণ করেন।  

কারিগরি শিক্ষাকল্যাণ সমিতি‘র সভাপতি মো: নাজমুল ইসলাম এর সভাপতিত্বে সমিতির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আশফাক উদ্দিনের সঞ্চালনায় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিগণ তাদের অনুভূতির কথা ব্যক্ত করেন।এ পিঠা মেলায় পিঠা সরবরাহ করে সবার প্রশংসা কুড়িয়েছে ময়মনসিংহ কমার্স কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, এ্যাপোলো ইনসটিটিউট অব কম্পিউটার, ভালুকা, ময়মনসিংহ টেক্সটাইল কলেজ, ময়মনসিংহ ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজী (এম,আই,এস,টি), নেত্রকোণা ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজী (এন,আই,এস,টি), ময়মনসিংহ বিএম কলেজ, মাইজবাড়ী টেকনিক্যাল এন্ড বি,এম কলেজ।

পিঠা উৎসবের সার্বিক তত্ত্বাবধানে সমিতির সাধারণ সম্পাকদক অধ্যক্ষ এ,আর,এম,শামছুর রহমানকে সমিতির অপরাপর কর্মকর্তা অধ্যক্ষ শহীদ খান, অধ্যক্ষ জোয়াহেরুল ইসলাম মোল্যা, অধ্যক্ষ এখলাস উদ্দিন খান, অধ্যক্ষ সিদ্দিকুর রহমান সক্রিয় সহযোগিতা করেন। বক্তা ও অংশগ্রহণকারীগণ এ ধরণের আয়োজনের জন্য কারিগরি শিক্ষা কল্যাণ সমিতি এর কর্তৃপক্ষ তথা আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন এবং এ ঐতিহ্যের ধারাকে অব্যাহত রাখতে আহবান জানান। উৎসবে মোট পচিশ প্রকারের পিঠা পরিবেশন করা হয়।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

বিনোদন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই