বিস্তারিত বিষয়
নারী তুমি অগ্নি হও
নারী তুমি অগ্নি হও
[ভালুকা ডট কম : ২৮ জুলাই]
লড়াই চাই সভ্যতার সাথে অসভ্যতার,
নৈতিকতা ভুলে আজ যারা নোংরামি করছে-
তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো হে নারী।
তোমাকে লালন করে যারা, তারাই লুণ্ঠিত করিল তোমায়।
তাদের কঠিন জবাব দিতে হবে।
আর কতো দেখিবে এই অবক্ষয়?
তুমি নারী নও, তুমি অগ্নিময়!
তুমি সভ্যতাকে করো আলোকময়,
অসভ্যতাকে তোমার অগ্নিতে করো ধ্বংস।
আর সময় দিওনা!
তোমার লাঞ্ছনায় হাসে ক্রীতদাস!
সভ্যতা মুখ লুকায় লজ্জায়, তবুও ওরা তা দেখে হাসে!
প্রক্ষেপণ করো তোমার অগ্নিদৃষ্টি,
নিশ্চিহ্ন করে দাও ওদের।
জাগো নারী, জাগো দাবানল হয়ে!
কিসের ভয়? কিসের লজ্জা তোমার?
লজ্জাতো পাবে তারা, মুখোশ পড়ে আছে যারা!
ওদের মুখোশ খুলে দাও হিংস্র থাবায়।
অপশক্তিরা কখনো সাহসী হয়না, ওরা ভীতু!
একবার, শুধু একবার জ্বলে উঠো।
তোমাকে নষ্ট করলো যারা, সমাজের অধিপতি তারা।
সালিশের নামে চলে, কালপিটদের ভন্ডামী।
তবুও চুপ করে র’বে তুমি?
তোমার আছে অপার শক্তি, অগ্নিতে ধ্বংস কর এখনি।
সময় নিও না হে নারী, তুমিতো জ্বলন্ত এক আগ্নেয়গিরি।
শাখা-প্রশাখা গজানোর আগেই; উপড়ে ফেল ওদের শেকড়।
ওরা কাপুরুষ! হয়ে উঠতে পারেনি মানুষ!
তুমি, দাবানল, তুমি অগ্নি, তুমি জ্বলন্ত আগ্নেয়গিরি,
তাই এখনি সময়, ক্ষতচিহ্ন মোছার আগেই-
নরকের কীটগুলোকে নিক্ষিপ্ত করো জ্বলন্ত চিতায়,
হে নারী তুমি অগ্নিযুগ হও!!
লেখক-উম্মে কুলসুম বেবী
সাবেক সাধারণ সম্পাদক
গৌরীপুর পৌর স্বজন সমাবেশ
গৌরীপুর, ময়মনসিংহ।
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
সাহিত্য পাতা বিভাগের অন্যান্য সংবাদ
-
পত্নীতলায় কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত [ প্রকাশকাল : ২২ ফেব্রুয়ারী ২০২২ ০৫.২০ অপরাহ্ন]
-
কবিতা, সুন্দর স্বপ্নের চাষাবাদ [ প্রকাশকাল : ২৩ অক্টোবর ২০২১ ০৬.০৬ অপরাহ্ন]
-
সেই সব মজার মানুষ গ্রন্থের মোড়ক উম্মোচন [ প্রকাশকাল : ২২ অক্টোবর ২০২১ ০৫.১৫ অপরাহ্ন]
-
কবিতা-জীবন-গল্প,সফলতা মোদের ধন [ প্রকাশকাল : ১৬ নভেম্বর ২০২০ ০৯.৩৯ অপরাহ্ন]
-
কঠিন জ্বর ২/৩দিন ধরে ঘুম নেই আবোলতাবোলে চলি [ প্রকাশকাল : ১২ এপ্রিল ২০২০ ০৩.৫৯ অপরাহ্ন]
-
আমার একটা কলম আছে [ প্রকাশকাল : ০২ এপ্রিল ২০২০ ০৫.৪০ অপরাহ্ন]
-
নান্দাইলে ‘দুঃখ বহর কাব্য’ গ্রন্থের মোড়ক উম্মোচন [ প্রকাশকাল : ২৪ ফেব্রুয়ারী ২০২০ ০৬.৪০ অপরাহ্ন]
-
কক্সবাজারে দু’দিনব্যাপী কবিতার শান্তিযাত্রা [ প্রকাশকাল : ০৫ জানুয়ারী ২০২০ ০৪.০০ অপরাহ্ন]
-
সংস্কৃতির আত্মানুসন্ধানে পহেলা বৈশাখের অগ্রযাত্রা [ প্রকাশকাল : ০৯ এপ্রিল ২০১৯ ১০.০০ অপরাহ্ন]
-
সবিতা গ্রন্থাগার জ্ঞানের আলো ছড়িয়ে আসছে ১০৪ বছর [ প্রকাশকাল : ০৮ এপ্রিল ২০১৯ ০৭.১১ অপরাহ্ন]
-
ঢেউয়ের মিনার কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন [ প্রকাশকাল : ১৪ ফেব্রুয়ারী ২০১৯ ০৩.৩০ অপরাহ্ন]
-
নীনার “এসো বঙ্গবন্ধুকে জানি” বইয়ের মোড়ক উন্মোচন [ প্রকাশকাল : ১১ ফেব্রুয়ারী ২০১৯ ০৭.০০ অপরাহ্ন]
-
নান্দাইলে কবি আব্দুল হান্নান ইউজেটিক্সকে সংবর্ধনা [ প্রকাশকাল : ২৪ আগস্ট ২০১৮ ০১.০০ অপরাহ্ন]
-
এক গুচ্ছ রোমান্টিক কবিতা [ প্রকাশকাল : ২৬ জুলাই ২০১৮ ০৮.৩০ অপরাহ্ন]
-
রূপসী নান্দাইল সাময়িকীতে প্রকাশের জন্য লেখা আহ্বান [ প্রকাশকাল : ০৭ জুলাই ২০১৮ ১০.৪৩ অপরাহ্ন]