তারিখ : ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

পত্নীতলায় অসামাজিক কাজের অভিযোগে গ্রেফতার ১৪

পত্নীতলায় অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১৪ তরুণ-তরুণী গ্রেফতার
[ভালুকা ডট কম : ২৪ ফেব্রুয়ারী]
নওগাঁর পত্নীতলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১৪ তরুণ-তরুণীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা সূত্র জানায়, ২৪ ফেব্রুয়ারী রাতে উপজেলার আকবরপুর ইউনিয়ন পরিষদ এলাকা হতে ও  রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদর নজিপুর পৌর শহরের বাসস্ট্যান্ডের সাউদিয়া হোটেল আবাসিকের সত্বাধিকারী নাজমুল হক (৪২) সহ মোট ১৪ জনকে অসামাজিক কার্যাকলাপের সময় হাতে-নাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নজিপুর সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী ও জেলার মহাদেবপুর উপজেলার শহরাই গ্রামের উমর ফারুকের কন্যা নাহিদা আক্তার (২০), নজিপুর মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ও পত্নীতলা বাজার এলাকার রুহুল আমিনের কন্যা মুন (১৯), পত্নীতলা বাজার এলাকার বাসিন্দা আতিকুর রহমানের কন্যা আঁখি আক্তার (২৫), পত্নীতলা উপজেলা সদর নজিপুর পৌর এলাকার পলিপাড়ার বিকাশ চন্দ্রের কন্যা কাজল রাণী (৩০), মহাদেবপুর উপজেলার কাঞ্চন গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী নাসিমা আক্তার (২৮), বসবৈল এলাকার হামিদুল ইসলামের পুত্র গোলাম রাব্বানী (৩২), মহাদেবপুর উপজেলার চেরাগপুর এলাকার বাসিন্দা আব্দুস সামাদের পুত্র বেলাল হোসেন (২৮), পলাশ এলাকার ইব্রাহিম হোসেনের পুত্র মিজানুর রহমান (২২), পত্নীতলা উপজেলার চন্ডীপুর গ্রামের শহিদুল ইসলামের পুত্র সুজন (২৪), ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন এলাকার ইয়াছিন আলীর পুত্র রাকিব হোসেন (২২), ভগবানপুর এলাকার আব্দুল করিমের পুত্র মেহেদি হাসান (২৪), পত্নীতলার জাহিদুল ইসলামের পুত্র সোহেল রানা (২৬) ও পত্নীতলা উপজেলার মধইল এলাকার আইয়ুব আলীর পুত্র শামীম হোসেন (২৪)।

এ বিষয়ে জানতে চাইলে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী উপরোক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, অসামাজিক কাজে জড়িত থাকার দায়ে ও উক্ত কাজে আশ্রয় দেওয়ার অপরাধে উপজেলা সদর নজিপুর পৌর শহরের বাসস্ট্যান্ডের সাউদিয়া হোটেল আবাসিকের সত্বাধিকারী নাজমুল হক নিকসন (৪২) সহ মোট ১৪ জনকে অসামাজিক কার্যাকলাপের সময় হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই