বিস্তারিত বিষয়
রাণীনগরে কৃষকের বাড়ি বাড়ি গিয়ে ধান কিনছেন নির্বাহী কর্মকর্তা
রাণীনগরে কৃষকের বাড়ি বাড়ি গিয়ে ধান কিনছেন নির্বাহী কর্মকর্তা
[ভালুকা ডট কম : ২৪ মে]
গ্রামে গিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে ধান কিনছেন নওগাঁর রাণীনগর উপজেলা প্রশাসন, কৃষি অধিদপ্তর ও খাদ্য বিভাগ। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনছেন নির্বাহী কর্মকর্তা আল মামুন।
এর অংশ হিসেবে বৃহস্পতিবার উপজেলার ২নং কাশিমপুর ইউনিয়নের ত্রিমোহানী গ্রামে গিয়ে দুইজন কৃষকের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ২মেট্টিক টন ধান ক্রয় করেন নির্বাহী কর্মকর্তা আল মামুন। এছাড়াও ইউনিয়নের কুজাইল, বেতগাড়ী, কুবরাতলীসহ বিভিন্ন গ্রামে গিয়ে ধান ক্রয় করা হয়। এসময় নির্বাহী কর্মকর্তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল ইসলাম সরদার, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. শরিফুল ইসলাম লিটন, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আহসান হাবীব রতন প্রমুখ।
কৃষক আব্দুল কুদ্দুস বলেন, নির্বাহী কর্মকর্তা এসে ধান সরাসরি কৃষকদের কাছে ধান কিনবেন এমন কথা শুনে আমি ১০ মন ধান বিক্রি করেছি। সরকার নির্ধারিত মূল্যে আমি ধানের দাম পেয়েছি। এমন ভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারি মূল্য দিয়ে ধান কিনলে সত্যিই কৃষকরা উপকৃত হবেন। কৃষকদের আর লোকসানে পড়তে হবে না।
কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, আজ প্রকৃত কৃষকের কাছে থেকে ধার ক্রয় করা হচ্ছে। সরকারের নির্দেশ মোতাবেক যতটুকু পারা যায় স্বচ্ছতার ভিত্তিতেই উপজেলার তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে। উপজেলার বেশি সংখ্যক কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার লক্ষ্যে প্রতিজন কৃষকের কাছ থেকে ১মেট্টিকটন করে ধান ক্রয় করা হচ্ছে। কৃষকদের কৃষিকার্ড ও ব্যাংক একাউন্ট করতে সংশ্লিষ্ট দপ্তর ও ব্যাংকে তাগিদ দেওয়া হয়েছে। তবে প্রান্তিক অনেক কৃষক কৃষিকার্ড ও ব্যাংক একাউন্ট না থাকায় ধান দিতে পারছে না। এতে কৃষকরা ধান বিক্রিসহ অন্যান্য কৃষি সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, কিছু মধ্যস্তত্ত্বভোগীদের সিন্ডিকেটের কারণে কৃষকেরা সরকারি মূল্যে সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারছেন না। তাই যে কোনো উপায়ে ধান কেনাবেচায় কৃষকদের সরাসরি সম্পৃক্ত করার ও ধান বিক্রয়ের বিষয়ে গ্রামের প্রত্যন্ত এলাকার কৃষকদের সচেতন করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন,কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসন সব সময় তৎপর থাকবে। তিনি ও তার কর্মকর্তারা কৃষকদের কাছ থেকে ধান কেনার তদারকি করবেন। কোনো ব্যবসায়ী কৃষক সেজে ধান বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পর্যায়ক্রমিক ভাবে উপজেলার ৮টি ইউনিয়নে কৃষকের বাড়িতে গিয়ে সরাসরি সরকারি ভাবে ধান ক্রয় করা হবে। যতদিন না লক্ষ্যমাত্রা পূরন হবে ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে।চলতি ইরি-বোরো মৌসুমে উপজেলায় সরকারি ভাবে কৃষকের কাছ থেকে সরাসরি ২৬টাকা মূল্যে ৫শত ৩২ মেট্টিক টন ধান সংগ্রহ করা হবে।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
কৃষি/শিল্প বিভাগের অন্যান্য সংবাদ
-
গৌরীপুরে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ [ প্রকাশকাল : ১২ এপ্রিল ২০২১ ০৫.১৩ অপরাহ্ন]
-
মদনে ৬ হাজার হেক্টর বোরো ধানের জমি চিটা [ প্রকাশকাল : ১১ এপ্রিল ২০২১ ১০.৪৪ পুর্বাহ্ন]
-
গৌরীপুরে ধান কাটার কৃষি যন্ত্র কম্বাইন হারভেস্টার বিতরণ [ প্রকাশকাল : ০৮ এপ্রিল ২০২১ ০৪.০০ অপরাহ্ন]
-
নওগাঁয় নদীর তীরে চাষ হচ্ছে মরিচ,দামে খুশি কৃষক [ প্রকাশকাল : ০৬ এপ্রিল ২০২১ ০৫.১০ অপরাহ্ন]
-
গৌরীপুরে তাপমাত্রা বৃদ্ধিতে বোরো ধান বিনষ্ট [ প্রকাশকাল : ০৬ এপ্রিল ২০২১ ০৫.০৬ অপরাহ্ন]
-
মদনে ঝড়ো হাওয়ায় উঠতি বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি [ প্রকাশকাল : ০৫ এপ্রিল ২০২১ ০৬.১৫ অপরাহ্ন]
-
রাণীনগরে প্রধানমন্ত্রীর উপহার পেলেন কৃষকরা [ প্রকাশকাল : ০৫ এপ্রিল ২০২১ ০৬.০০ অপরাহ্ন]
-
রাণীনগরে চাষ হচ্ছে নতুন ফসল নিউটন কচু [ প্রকাশকাল : ২৪ মার্চ ২০২১ ০৭.২৩ অপরাহ্ন]
-
নওগাঁয় রেকর্ড পরিমাণ জমিতে বাণিজ্যিক ভাবে সূর্যমুখীর চাষ [ প্রকাশকাল : ২২ মার্চ ২০২১ ০৭.০৪ অপরাহ্ন]
-
সুফলা নওগাঁ চাষ করছে বীজহীন ‘চায়না-৩’ লেবু [ প্রকাশকাল : ১৯ মার্চ ২০২১ ০৭.০৮ অপরাহ্ন]
-
গৌরীপুরে কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও পাটবীজ বিতরণ [ প্রকাশকাল : ১৮ মার্চ ২০২১ ০৪.১৫ অপরাহ্ন]
-
নওগাঁর বরেন্দ্র অঞ্চলের মাটিতে চাষ হচ্ছে বলসুন্দরী বড়ই [ প্রকাশকাল : ১৫ মার্চ ২০২১ ০৬.০৯ অপরাহ্ন]
-
দীপ্ত টেলিভিশনে শুরু হয়েছে কৃষি অ্যাওয়ার্ড ফরম বিতরণ [ প্রকাশকাল : ১২ মার্চ ২০২১ ০৮.০০ অপরাহ্ন]
-
নওগাঁ খাদ্য অধিদপ্তর অর্জন করতে পারেনি নির্ধারিত লক্ষ্যমাত্রা [ প্রকাশকাল : ১২ মার্চ ২০২১ ১২.৩৬ অপরাহ্ন]
-
তজুমদ্দিনে খামারীদের মাঝে কৃমিনাশক,ভিটামিন বিতরণ [ প্রকাশকাল : ০৯ মার্চ ২০২১ ০৫.২৮ অপরাহ্ন]