বিস্তারিত বিষয়
সবাই না চাইলে ইভিএম মেশিনে নির্বাচন করব না-সিইসি
সবাই না চাইলে ইভিএম মেশিনে নির্বাচন করব না-সিইসি
[ভালুকা ডট কম : ২৫ ডিসেম্বর]
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, সবাই যদি বলে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন করা যাবে না, তাহলে সেটা করব না।বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন-২০২০ উপলক্ষে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তাদের’ দু’দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন,কিন্তু আমরা ইভিএম দিয়ে অনেকগুলো নির্বাচন করলাম। জাতীয় সংসদ নির্বাচন করলাম, স্থানীয় সরকার নির্বাচন করলাম, সেখানে আমরা সফলতা পেয়েছি। সেখানে আমরা এটা ধরে রেখেছি। কেন ধরে রেখেছি, কারণ আমরা চাই ভোটার যেন তার ভোট দিতে পারে।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচন আনুষ্ঠানের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন।এ উপলক্ষে সমবেত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন,আপনারা যারা মাঠে-ময়দানে থাকবেন তাদের কাছে যদি সন্দেহ থাকে আমাদের বলবেন। যদি সবাই বলেন, এটা দিয়ে নির্বাচন ভালোভাবে পরিচালনা করা যায় না, তাহলে আমরা ইভিএম ব্যবহার করব না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মন্তব্য করেছেন, নির্বাচন কমিশনের স্বাধীনতা নির্বাচন প্রক্রিয়ার কাছে বন্দি। নির্বাচন কমিশন আইনত স্বাধীন কিন্তু বাস্তব ক্ষেত্রে এই স্বাধীনতা নির্বাচন প্রক্রিয়ার কাছে বন্দি। এ জন্য নির্বাচন প্রক্রিয়ার সংস্কার প্রয়োজন। নির্বাচন যদি গণতন্ত্রের পূর্বশত হয় তাহলে গণতন্ত্রের পদযাত্রা অবারিত করতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ হতে হবে।
মাহবুব তালুকদার বলেন,বর্তমান নির্বাচন কমিশনের দায়িত্ব পালনের ৩ বছর অতিবাহিত হতে যাচ্ছে। বাকি দু’বছর সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনকে নিয়ে রাজধানীবাসীর উৎসুক্য, উদ্বেগ অন্তহীন। স্থানীয় সরকার নির্বাচন হলেও জাতীয় নির্বাচনের মতোই এতে সমগ্র দেশবাসীর দৃষ্টি নিবদ্ধ।
তিনি আরো বলেন,অতীতে যেসব সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, তাতে প্রথম কুমিল্লা ও রংপুর সিটি নির্বাচনে আমাদের সফলতা ছিল। কিন্তু বেশিদিন আপনার রূপে আপনি বিভোর থাকা হলো না। পাঁচটি সিটি নির্বাচনের তিনটির বিষয়ে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলাম। বরিশাল সিটি নির্বাচনে আমি এককভাবে দায়িত্ব পালন করি এবং গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন সম্পর্কে আমি প্রতিবেদন তৈরি করতে গিয়ে এই তিনটি নির্বাচনের স্বরূপ সন্ধান করি। কিন্তু এই তিন সিটি নির্বাচনের অভিজ্ঞতা আমার কাছে মোটেই সুখকর নয়। আসন্ন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে বিগত ওই তিন সিটি নির্বাচনের পুনরাবৃত্তি দেখতে চাই না।
রিটার্নিং অফিসারদের উদ্দেশ্যে এই নির্বাচন কমিশনার বলেন,ঢাকার উভয় সিটি নির্বাচনে যেভাবে ইভিএম ব্যবহার করা হবে, তা নিয়ে অংশিজনের অনেকের মধ্যে দ্বিধা-দন্দ্ব রয়েছে। নির্বাচন কমিশনের জন্য এটি একটি অগ্নিপরীক্ষা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা যদি সফলকাম হতে পারি তাহলে পরবর্তীতে সর্বক্ষেত্রে ইভিএম ব্যবহার করা সম্ভব হবে। ইভিএমে ভোটগ্রহণ প্রশ্নবিদ্ধ হলে নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবেন প্রত্যাশা করে মাহবুব তালুকদার বলেন,বর্তমান পর্যবেক্ষণে ধারণা, সিটি কর্পোরেশন নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। সবাই অংশ নিলে নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার পথ সুগম হয় এবং অনিয়মের পথ রুদ্ধ হয়। তাই এই নির্বাচনে ভোটারদের শঙ্কার কোনো কারণ নেই। ভোটারদের বলি, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র হরণকারীদের উপযুক্ত জবাব দিন।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
নির্বাচন বিভাগের অন্যান্য সংবাদ
-
পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচন [ প্রকাশকাল : ০১ মার্চ ২০২১ ০৮:৩০ অপরাহ্ন]
-
নান্দাইল পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় [ প্রকাশকাল : ২৮ ফেব্রুয়ারী ২০২১ ০৫:৩০ অপরাহ্ন]
-
টানা তৃতীয়বার শপথ নিলেন গৌরীপুরের মেয়র রফিকুল [ প্রকাশকাল : ২২ ফেব্রুয়ারী ২০২১ ০৫:২৫ অপরাহ্ন]
-
ত্রিশালে মেয়র নির্বাচিত হলেন সতন্ত্র প্রার্থী আনিসুর [ প্রকাশকাল : ১৪ ফেব্রুয়ারী ২০২১ ০৮:০০ অপরাহ্ন]
-
কালিয়াকৈর এপক্স ফুটওয়ার লিমিটেডের শ্রমিক নির্বাচন অনুষ্ঠিত [ প্রকাশকাল : ০৮ ফেব্রুয়ারী ২০২১ ০৫:১৩ অপরাহ্ন]
-
এ্যাডভোকেট বার এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন [ প্রকাশকাল : ০১ ফেব্রুয়ারী ২০২১ ০৩:০৫ অপরাহ্ন]
-
গৌরীপুর পৌর নির্বাচনে সতন্ত্র প্রার্থীর জয়লাভ [ প্রকাশকাল : ৩১ জানুয়ারী ২০২১ ০৫:৩৯ অপরাহ্ন]
-
নওগাঁর ১টিতে আ’লীগ অপরটিতে বিএনপির হাট্টিক [ প্রকাশকাল : ৩০ জানুয়ারী ২০২১ ০৬:৩০ অপরাহ্ন]
-
রাত পোহালেই নওগাঁর দুটি পৌরসভায় ভোট [ প্রকাশকাল : ২৯ জানুয়ারী ২০২১ ০১:৩০ অপরাহ্ন]
-
নওগাঁ পৌরসভা নির্বাচনে লড়াই হবে ত্রিমুখী [ প্রকাশকাল : ২৬ জানুয়ারী ২০২১ ১১:৫৫ অপরাহ্ন]
-
নওগাঁয় নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম [ প্রকাশকাল : ২৪ জানুয়ারী ২০২১ ০৫:০০ অপরাহ্ন]
-
নওগাঁ পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী ইকবাল শাহরিয়ার রাসেল [ প্রকাশকাল : ২৪ জানুয়ারী ২০২১ ১০:০০ পূর্বাহ্ন]
-
নওগাঁ পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থীর নির্বাচনী ইশতেহার [ প্রকাশকাল : ১৮ জানুয়ারী ২০২১ ০২:৩৬ অপরাহ্ন]
-
নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি-নির্বাচন কমিশনার [ প্রকাশকাল : ১৬ জানুয়ারী ২০২১ ০৭:২০ অপরাহ্ন]
-
সিরাজগঞ্জে তিনটিতে আ.লীগ একটিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী [ প্রকাশকাল : ১৬ জানুয়ারী ২০২১ ০৭:১৬ অপরাহ্ন]