তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ঢাকার দুই সিটি নির্বাচন,প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ

ঢাকার দুই সিটি নির্বাচন,প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ
[ভালুকা ডট কম : ১৪ জানুয়ারী]
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের আর বাকি হাতে গোনা কয়েকদিন। এ অবস্থায় কুয়াশা আর শীত উপেক্ষা করেই ঢাকার দুই সিটি নির্বাচনে প্রধান দু্ই দলের মেয়র প্রার্থীরা এবং কাউন্সিলর প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নগরীর পাড়া মহালয়া, অলি-গলি।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চেয়ে আওয়ামী লীগ প্রার্থীরা বলেন, আচরণবিধি মেনেই প্রচারণা চালাচ্ছেন তারা। আর বিএনপি প্রার্থীরা বলছেন, ধানের শীষের পক্ষে জনজোয়ার সৃষ্টি হয়েছে। তাদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে।  তবে শেষ সময় পর্যন্ত ভোটের মাঠে থেকে প্রতিরোধ গড়ে তোলারও ঘোষণা তাদের।

ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ প্রার্থী ফজলে নূর তাপস কামরাঙ্গীর চর এলাকার ৫৫ নম্বর ওয়ার্ডের ঝাউচর এলাকা থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি অগ্রাধিকার ভিত্তিতে কামরাঙ্গীর চর এলাকার উন্নয়ণে কাজ করার প্রতিশ্রুতি দেন। এছাড়া, নির্বাচিত হলে বছরের ৩৬৫ দিনই জনসেবায় নিজেকে নিয়োজিত করার কথাও জানান। নির্বাচনী প্রচারণায় কোন ধরণের আচরণ বিধি লঙ্ঘন করছেন না বলেও জানান তিনি।

এদিকে, দক্ষিণের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন তার নির্বাচনী প্রচারণা শুরু করেন খিলগাঁও নন্দীপাড়ার ত্রিমোহনী বাজার থেকে। পরে, সবুজবাগ, বাসাবো এলাকায়ও প্রচারণা চালান তিনি। এ সময় তিনি জনগণের ভোটাধিকার প্রয়োগে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন। ঢাকা উত্তরের বিএনপি প্রার্থী তাবিথ আওয়াল উত্তর বাড্ডা, মেরুল বাড্ডা এবং গুলশান লিংক রোড এলাকার বিভিন্ন অলি-গলি চষে বাড়াচ্ছেন। ভোটারদের প্রতি আহ্বান রাখছেন যেন ধানের শীষে ভোট দিয়ে এলাকাবাসির সেবা করার সুযোগ দেয়া হয়। এ সময় তাবিথ অভিযোগ করেন, বিএনপির জনজোয়ারে ভীত হয়ে সরকারি দলের প্রার্থীরা তাদের ওপর হামলা চালাচ্ছেন।

ঢাকা উত্তরের আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম তার নির্বাচনী এলাকার আগারগাঁও, তালতলা থেকে গণসংযোগ শুরু করেন। প্রতিশ্রুতি দেন আবারো মেয়র নির্বাচিত হলে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে আধুনিক, সুস্থ ও সচল নগরী হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, বিএনপি প্রার্থীরা নির্বিঘ্নেই প্রচারণা চালাচ্ছেন। তাই মিথ্যা, অসত্য প্রচার থেকে বিরত থাকতে তাদের প্রতি আহ্বান জানান আতিকুল।

আওয়ামী লীগ, বিএনপির চার হেভিওয়েট প্রার্থী ছাড়াও অন্যান্য দলের প্রার্থীরাও নির্বাচনী প্রচারণা আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। এদিকে আজ হাইকোর্ট একটি রিট আবেদন খারিজ করে দিয়ে রায় দিয়েছে, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন ৩০ জানুয়ারিই অনুষ্ঠিত হবে। সরস্বতী পূজার জন্য ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পেছাতে দায়ের করা রিট খারিজে ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আইনজীবী রানা দাশ গুপ্ত। এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলেও জানান এই আইনজীবী।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

নির্বাচন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই