তারিখ : ২৪ এপ্রিল ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

দুদকের স্বাধীনতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ-টিআইবি

দুদকের স্বাধীনতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ-টিআইবি
[ভালুকা ডট কম : ২৫ ফেব্রুয়ারী]
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি অভিযোগ করেছে, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) বিরোধীদলের রাজনীতিকদের হয়রানি এবং ক্ষমতাসীন দল বা জোটের প্রতি নমনীয়তা প্রদর্শন করছে। আজ (মঙ্গলবার) 'বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের ওপর একটি ফলো-আপ গবেষণা' শীর্ষক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে টিআইবি বলেছে,  ক্ষমতার ব্যবহারের কারণে দুদকের স্বাধীনতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রভাবশালী দুর্নীতিবাজদের না ধরে, ছোটখাটো দুর্নীতি নিয়েই দুদকের কার্যক্রম চলে। আর বড় ধরনের দুর্নীতির ক্ষেত্রে দুদকের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় না। সেক্ষেত্রে দীর্ঘসূত্রীতার পরিচয় দেখা যায়। প্রভাবশালীদের ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ পর্যন্তই সীমাবদ্ধ, এরপর তাদের আর কোনো কার্যক্রম দেখা যায় না।

দুদকের ক্ষমতা রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় জানিয়ে ইফতেখার বলেন, বিরোধীদলের রাজনীতিকদের হয়রানি করা এবং ক্ষমতাসীন দলের রাজনীতিকদের প্রতি নমনীয়তা দেখায় দুদক। মোটকথা রাজনৈতিকভাবে দুদক প্রভাবিত হয় এবং নিজেকে প্রভাবিত করে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দুদকের ওপর এসব নিয়ে চাপ সৃষ্টি হয়।

টিআইবি তাদের গবেষণা প্রতিবেদনে সরকারি-বেসরকারি খাতে দুদকের কর্মপরিধি আরও বাড়ানোর সুপারিশ করেছে। সেইসাথে দুদকের নিজস্ব কর্মীদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানকে দিয়ে করা উচিত বলেও মনে করে টিআইবি।তবে, এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টিআইবির রিপোর্টকে 'ঔদ্ধত্যপূর্ণ' বলে মন্তব্য করেছেন, দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই