তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই দিলেন-মাসুদ

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই দিলেন-মাসুদ পারভেজ
[ভালুকা ডট কম : ০৫ এপ্রিল]
ভালুকায় করোনা ভাইরাস প্রকোব থেকে ডাক্তার,চিগিৎসক,নার্সদের অধিক সুরক্ষায় এবং স্বাস্থ্য সেবার মানকে আরো তরান্বিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই প্রদান করেছেন, বিশিষ্ট তরুন সমাজ সেবক, শিক্ষানুরাগী,ভালুকা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ মাসুদ পারভেজ।

মাসুদ পারভেজের নিজ উদ্যোগে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রথম সারির যোদ্ধা সেবক,ডাক্তার,চিকিৎসক, নার্সদের সুরক্ষার্থে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আমিনুল ইসলামের হাতে উন্নতমানের ১০টি পিপিই তুলে দেন।

ভালুকায় শ্রমজীবি মানুষদের হাতে নিত্য প্রয়োজনীয় খাবার পৌছে দেওয়া এবং করোনা পরিস্থিতি মোকাবিলায় ভালুকার জনগণের জন্য অগ্রনী ভূমিকা পালনকারী ব্যক্তিত্ব,ইঞ্জিনিয়য়ার মাসুদ পারভেজ জানান,বিশ্ব জুড়েই প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোব,এই করোনা ভাইরাসে আমাদের দেশেও প্রভাব পরেছে,তখন এসব মানুষকে রক্ষা করতে যারা প্রথমেই সেবা দিবে তারা হলেন ডাক্তার।তাদের নিরাপত্তায় জননেত্রী শেখ হাসিনা সরকারের করোনা পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি আমাদেরও দায়িত্ব রয়েছে।তাই আমি অসহায় জনগনকে ত্রান বিতরনের পাশাপাশি ডাক্তারদের কথা চিন্তা করে করোনা ভাইরাস থেকে নিরাপত্তায় এসব পিপিই পোশাক প্রদান করছি।

এ সময় ভালুকা উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ মন্ডল,উপজেলা সেচ্ছা সেবকলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল হাসান আরিফ,উপজেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক শামীম মন্ডল,উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক লুতফুর রহমান নাদিম,ভরাডোবা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ,ছাত্রলীগ নেতা রাফিউল রাব্বি সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং হাসপাতালের সম্মানিত চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই