তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার ৩

ভালুকায় মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার ৩
[ভালুকা ডট কম : ০৮ জুলাই]
ভালুকা মডেল থানা পুলিশ মঙ্গলবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও বিস্ফোরক মামলার আসামী সহ ৩ জন কে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা ও ২ জন কে বিশেষ ক্ষমতাআইন ও বিস্ফোরক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, ভালুকা মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভান্ডাব ভয়টাপাড়া আব্দুল গণি মেম্বারের বাড়ীর পূর্ব ও উত্তর পাশ্বে সিরাজুল ইসলামের কাঠাল বাগানে নেশা জাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করিতেছে। এ সময় ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনউদ্দিন এর নেতৃত্বে এস আই জীবন চন্দ্র বর্মণ,এস আই জহুরুল ইসলামসহ ভালুকা মডেল থানা পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে মাদারীপুর জেলার ডাসার থানার পশ্চিম খান্দুলী গ্রামের মৃত মিয়াজউদ্দিন তালুকদারের  ছেলে নুরুজ্জামান তালুকদার উরফে নুরু তালুকদার (৪৮)কে ২৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।গ্রেফতারকৃত নুরু তালুকদার এ বিরুদ্বে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।

আপদিকে ইনস্পেক্টর অপারেশন মেহেদি হাসান ও এস আই কাজল হোসেন মল্লিকবাড়ী বাজার থেকে বিশেষ ক্ষমতাআইন ও বিস্ফোরক মামলায় আসামী উপজেলার মল্লিকবাড়ী গ্রামের হামিদ মন্ডলের ছেলে আতাহার মন্ডল (৪৪)ওপানিভান্ডা গ্রামের আহেদ আলীর ছেলে আরিফুজ্জামা লালু(৪৫)কে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনউদ্দিন জানান, মাদক ব্যাবসায়ী নুরুজ্জামান তালুকদার উরফে নুরু তালুকদার এর বিরুদ্বে মাদারীপুর জেলার কালকিনী ও ডাসার থানায় একাধীক মামলা রয়েছে। বিশেষ ক্ষমতাআইন ও বিস্ফোরক মামলায় দুই আসামীসহ গ্রেফতারকৃত ৩জনকে আদালতে প্রেরন করা হয়েছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই