তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

কালিয়াকৈরে রাতের আঁধারে সড়কে নিন্মমানের কার্পেটিং

কালিয়াকৈরে এক রাতে ৬কিলোমিটার সড়কে নিন্মমানের কার্পেটিং
[ভালুকা ডট কম : ১১ জুলাই]
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী-ভাওয়াল মির্জাপুর আঞ্চলিক সড়কে তড়িঘড়ি করে রাতের আঁধারে কার্পেটিং করা হচ্ছে। আর এ কাজ অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন সড়কটি পরিদর্শন করে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডি কর্মকর্তাদের আবার কাজটি করার নির্দেশ দিয়েছেন।

উপজেলা এলজিইডি অফিস জানায়, ওই সড়কটি প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ। যার সংস্কার কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে চার কোটি টাকা। কিন্তু নিম্নমানের কাজ করায় এলজিইডির পক্ষে ঠিকাদারি প্রতিষ্ঠান ধীমান কনস্ট্রাকশন লিমিটেডকে শিডিউল অনুযায়ী কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার সকালে ওই সড়কে সরেজমিন গিয়ে দেখা যায়, নিম্নমানের উপকরণ দিয়ে কোনো রকম নামমাত্র কার্পেটিং করা হয়েছে। হাটুরিয়াচালা বাজার এলাকা, জামালপুর চৌরাস্তার আশপাশে, ভাওয়াল মির্জাপুর ব্রিজ সংলগ্ন এলাকা, শোলহাটিসহ কমপক্ষে ২০টি স্থানে কার্পেটিংয়ের ফাঁকে খোয়া বেরিয়ে আছে। ফলে এই বর্ষা শেষ হতে না হতেই এ সড়কের বেহাল দশা হবে বলে এলাকাবাসীর ধারণা।

হাটুরিয়াচালা এলাকার ব্যবসায়ী মোজাম্মেল খন্দকার, মোয়াজ্জেম হোসেন, কাজী মুদ্দিন, আবুল হোসেন ক্ষোভ প্রকাশ করে জানান, উপজেলা এলজিইডি প্রকৌশলীদের যোগসাজশে রাত ১০টার পরে অন্ধকারে নামমাত্র কার্পেটিং করে ঠিকাদার প্রতিষ্ঠান গা-ঢাকা দিয়েছে। নিন্ম মানের মালামাল ও কার্পেটিং দিয়ে তরিঘরি করে কাজ শেষ করা হয়েছে। কার্পেটিং অত্যান্ত পাতলা করে দেয়া হয়েছে। হাটুরিয়াচালা থেকে জামালপুর চৌরাস্তা পর্যন্ত রাস্তায় নতুন কার্পেটিং করা হয়েছে তা বুঝার উপায় নেই। সড়কটি আগামী ২-৩ মাসেই আগের মতো ভাংগাচোরা রূপে ফিরে আসবে।

স্থানীয়রা আরো জানান, উপজেলার প্রধান প্রকৌশলী সাজ্জাদ কবীর সরকারের সময়ে নির্মিত উপজেলার সকল রাস্তার একই অবস্থা। এদিকে ধীমান কনস্ট্রাকশনের মালিক আব্দুল ওয়াহাব জানান, উপজেলা ইঞ্জিনিয়ার ও সাব কন্ট্রক্টর টিপু মোল্লাহ রাতের আঁধারে এ কাজ করেছে। কোথাও কোনো সমস্যা হলে ঠিক করে দেওয়া হবে।

উপজেলা প্রধান প্রকৌশলী সাজ্জাদ কবীর সরকার জানান, সড়কে কিছু অংশে নিম্নমানের কাজ হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন জানান, ওই সড়কটি পরিদর্শন করে দেখেছি সড়কের কাজে অনিয়ম হয়েছে। নিম্নমানের কাজ যেখানে হয়েছে সেখানে আবার কাজ করে ঠিক করার নির্দেশ দিয়েছি।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অনুসন্ধানী প্রতিবেদন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই