তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নওগাঁয় দু:স্থদের মাঝে সেলাই মেশিন বিতরন

নওগাঁয় চেম্বারের উদ্যোগে দু:স্থদের মাঝে সেলাই মেশিন বিতরন
[ভালুকা ডট কম : ২৬ জুলাই]
করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া দু:স্থ্য পরিবারের মাঝে নওগাঁয় চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রষ্ট্রির সভাপতি ও ইথেন এন্টারপ্রাইজের স্বাত্তাধিকারী ইকবাল শাহরিয়ার রাসেলের পক্ষ থেকে সেলাই মেশিন বিতরন করা হয়ছে।

নওগাঁ পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের ১০০টি দু:স্থ্য পরিবারের মাঝে এই সেলাই মেশিন বিতরন করা হয়। রবিবার চেম্বার অব কমার্স ভবন মিলনায়তনে এসব সেলাই মেশিন বিতরন করা হয়। এসময় চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, পরিচালক এম এ খালেক, মীর জাহিদুল ইসলাম জুয়েলসহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।

এসময় নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রষ্ট্রির সভাপতি ও ইথেন এন্টারপ্রাইজের স্বাত্তাধিকারী ইকবাল শাহরিয়ার রাসেল বলেন মানুষ মানুষের জন্য। এই বিষয়টিকে সামনে রেখে নওগাঁ চেম্বার বিভিন্ন ধরনের সামাজিক কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। বর্তমানে সারা বিশ্ব মহামারি করোনা ভাইরাসের ধ্বংসের থাবায় আবদ্ধ। আমাদের দেশেও দীর্ঘসময় এই করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছে অনেকেই। তাই আমরা চেম্বারের পক্ষ থেকে খুজে খুজে অসহায় কর্মহীন হয়ে পড়া পরিবারের মহিলাদের বের করে নিয়ে এসেছি। যাদেরকে একটি সেলাই মেশিন দিলে অনন্ত তারা সেলাইয়ের কাজ করে সংসারে কিছুটা সহযোগিতা করতে পারবে। আগামীতেও চেম্বারের এই ধরনের কর্মকান্ড অব্যাহত থাকবে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই