বিস্তারিত বিষয়
নওগাঁয় বন্যার পানিতে জেলেদের মাছ শিকারের ধুম
নওগাঁয় বন্যার পানিতে জেলেদের মাছ শিকারের ধুম
[ভালুকা ডট কম : ০৯ আগস্ট]
উত্তরবঙ্গের মৎস্য ভান্ডার হিসেবে পরিচিত নওগাঁর আত্রাই উপজেলা। এই উপজেলার নদী-নালা, খাল-বিল ও ফসলের মাঠে থৈ থৈ করছে অথৈয় পানি। যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। কিন্তু এবার ৩বারের বন্যায় আত্রাই উপজেলার ৩শতাধিক পুকুর থেকে মাছ ভেসে গেছে।
সাম্প্রতিক সময়ে ভরি বর্ষণ ও আত্রাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন এবং উজান থেকে নেমে আসা ঢলের পানিতে প্রতিটি মাঠ প্লাবিত হয়ে গেছে। এসব খাল-বিলে এখন মাছ শিকারে মুখরিত হয়ে উঠেছে এলাকার মৎস্যজীবী (জেলে) পরিবারের কর্তারা। তারা বিভিন্ন ব্রিজ, কালভার্ট, ও শ্রোতের মুখে খড়াজালসহ বিভিন্ন পদ্ধতিতে দিন রাত মাছ শিকার করছেন। আর এ মাছ বিক্রি করে স্বাচ্ছন্দে চলছে তাদের পরিবার।
জানা যায়, আত্রাই উপজেলার ৮ইউনিয়নে ১৯টি মৎস্যজীবী সমিতির আওতায় প্রায় ৬ হাজার মৎস্যজীবী রয়েছেন। যারা মাছ শিকার করে তাদের পরিবারের ব্যয়ভার বহন করেন। শুস্ক মৌসুমে খাল-বিল শুকিয়ে যাওয়ায় এসব জেলে পরিবারে নেমে আসে হতাশা। বছরের বেশ কয়েক মাস নদী নালাতে পানি না থাকায় তারা মাছ শিকার করতে পারেন না। ফলে পরিবারের ভরনপোষণে তাদের অন্য পেশায় আত্ননিয়োগ করতে হয়। তবে অন্যান্য বারের তুলনায় এবারে নদী নালা খাল বিলে আগাম পানি আসায় এবং সর্বত্র বন্যায় প্লাবিত হওয়ায় অধিকহারে তারা মাছ শিকার করতে পারছেন। বিশেষ করে খড়াজাল দিয়ে মাছ শিকার সর্বত্র চোখে পড়ার মত। যে সব জায়গায় লোকজন খড়াজাল কোন দিন দেখে নাই সেখানেও এবার স্থাপন করা হয়েছে খড়াজাল।
উপজেলার খনজোর গ্রামের মৎস্যজীবী (জেলে) যুগল চন্দ্র হাওলদার বলেন, অন্যান্য বার আমরা এত অধিকহারে খড়াজাল পাততে পারতাম না। এবারে বন্যার পানি বেশি হওয়ায় খুব দূরে যেতে হচ্ছে না। বাড়ির কাছেই খড়াজাল পেতেছি। মাছ যা হচ্ছে তা বিক্রি করে ভালভাবে সংসারের খরচ মিটছে।
পারকাসুন্দা গ্রামের এরশাদ আলী বলেন, আমাদের এলাকাতে এবার অনেক কড়াজাল দিয়ে জেলেরা মাছ শিকার করছেন। বিশেষ করে খনজোর এবং পারকাসুন্দার মাঝখানে আত্রাই-পোরাখালী রাস্তার পার্শে বেশ কয়েকটি খড়াজাল পাতা হয়েছে। প্রতিদিন বিকেলে এসব জালে মাছ শিকার দেখতে এলাকার অনেক নারী পুরুষ সেখানে ভীড় জমায়। ওই স্থান এখন অনেকটা বিনোদন স্পটে পরিণত হয়েছে।
উপজেলা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ভূষণ চন্দ্র হাওলদার বলেন, বর্ষা মৌসুমে মৎস্যজীবীরা যদিও মাছ শিকার করে তাদের পরিবারের ব্যয়ভার বহন করছেন। তাবে শুস্ক মৌসুমে তাদের সহায়তা করা প্রয়োজন।
জেলা মৎস কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, এবার বনায় জেলায় প্রায় ২৫কোটি টাকা মূল্যের পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। ভারি বর্ষণ ও ঢলের পানিতে আত্রাই নদীসহ উপজেলার প্রতিটি মাঠে থৈ থৈ করছে অথৈয় পানি। আর এ পানিতে জেলেদের মাছ শিকারের যেন ধুম পড়েছে। জেলেরা যেন রেণু পোনা শিকার করতে না পারে সে জন্য প্রতিটি এলাকায় আমাদের মনিটরিং অব্যাহত রয়েছে।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
বিনোদন বিভাগের অন্যান্য সংবাদ
-
দীপ্ত টিভির নতুন তুর্কি ধারাবাহিক “এলিফ” [ প্রকাশকাল : ১২ জানুয়ারী ২০২১ ০৮:০৪ অপরাহ্ন]
-
নওগাঁয় নববর্ষ উপলক্ষে ওয়ালটনের শোভাযাত্রা [ প্রকাশকাল : ০২ জানুয়ারী ২০২১ ১১:৩৩ পূর্বাহ্ন]
-
মুক্তি পাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য রিলিজিয়াস’ [ প্রকাশকাল : ৩১ ডিসেম্বর ২০২০ ০২:০০ অপরাহ্ন]
-
গৌরীপুর ক্লাব ৯৭’র মিলন মেলা ও পুরস্কার বিতরণ [ প্রকাশকাল : ২১ ডিসেম্বর ২০২০ ১০:০৪ অপরাহ্ন]
-
নওগাঁয় ভারত বাংলাদেশ মৈত্রী সাংস্কৃতিক পরিষদের কমিটি [ প্রকাশকাল : ১৩ ডিসেম্বর ২০২০ ০৪:০৫ অপরাহ্ন]
-
দীপ্ত টিভিতে আসছে নতুন ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র‘ [ প্রকাশকাল : ২৪ নভেম্বর ২০২০ ০৫:১৫ অপরাহ্ন]
-
নওগাঁয় কৃষকের ঘরে ঘরে চলছে নবান্নের উৎসব [ প্রকাশকাল : ১৭ নভেম্বর ২০২০ ০৬:৩০ অপরাহ্ন]
-
রাণীনগরে মুজিববর্ষ সেরা কন্ঠ বাছাই প্রতিযোগিতা [ প্রকাশকাল : ০৯ নভেম্বর ২০২০ ০৮:৩৬ অপরাহ্ন]
-
গফরগাঁওয়ে বঙ্গবন্ধু রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ [ প্রকাশকাল : ০৭ নভেম্বর ২০২০ ০৪:৩৬ অপরাহ্ন]
-
নওগাঁয় কারাম উৎসব অনুষ্ঠিত [ প্রকাশকাল : ০৩ সেপ্টেম্বর ২০২০ ০৯:০০ অপরাহ্ন]
-
নওগাঁয় বন্যার পানিতে জেলেদের মাছ শিকারের ধুম [ প্রকাশকাল : ০৯ আগস্ট ২০২০ ০৬:২০ অপরাহ্ন]
-
সান্তাহারে শখের পল্লী অমান্য করছে সরকারি নির্দেশনা [ প্রকাশকাল : ০৯ জুন ২০২০ ০৭:০০ অপরাহ্ন]
-
নান্দাইল সাংবাদিক সমিতির অভিষেক ও বার্ষিক শিক্ষা সফর [ প্রকাশকাল : ১৫ মার্চ ২০২০ ০৭:৪৮ অপরাহ্ন]
-
সান্তাহারে এসএসসি ৮৮ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত [ প্রকাশকাল : ১৪ মার্চ ২০২০ ০৬:৪৩ অপরাহ্ন]
-
নওগাঁয় বিজ্ঞান ও বিজ্ঞান অলিম্পিয়াড মেলার উদ্বোধন [ প্রকাশকাল : ০২ মার্চ ২০২০ ০৭:১৫ অপরাহ্ন]