তারিখ : ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যুবক কে হত্যা

গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যুবক কে হত্যা
[ভালুকা ডট কম : ২২ সেপ্টেম্বর]
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়ে অজ্ঞাতনামা এক যুবক (২৫)কে হত্যা করেছে একদল দুর্বত্ত।মঙ্গলবার সকালে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত ঔ যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়,সোমবার রাত সোয়া আটটার দিকে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহুয়া এক্সপ্রেসটি গফরগাঁও রেলওয়ে ষ্টেশনে যাত্রাবিরতি করে।যাত্রাবিরতি শেষে ট্রেনটি গফরগাঁও রেলওয়ে ষ্টেশন থেকে ছেড়ে যাওয়ার পরপরই ষ্টেশনের হোম সিগন্যালের একটু সামনে ষ্টেশন থেকে ১০০গজ দুরে রেলওয় গোরস্থানের সামনে চলন্ত ট্রেনের ছাদ থেকে এই অজ্ঞাতনামা যুবককে ফেলে দেয় একদল অজ্ঞাতনামা দুর্বত্ত।গুরুতর আহত এই যুবক প্রায় ৩০ মিনিট রেললাইনের উপর পড়েছিল।খবর পেলেও রেলওয়ে কিংবা রেল পুলিশের কোন লোকজন তার সাহায্যে এগিয়ে আসেনি।পাশ্ববর্তী জামিয়া মদিনাতুল উলুম আলহাজ্ব আকবর হোসেন কওমী মাদ্রাসা ও এতিমখানার ছাত্ররা আহত এই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিসৎকরা এই যুবককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।কিন্তু অভাগা এই যুবকের সাথে কেউ না থাকায় কেউ তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেনি।বিনা চিকিৎসায় রাত একটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই যুবকের মৃত্যু হয়।

গফরগাঁও রেওয়ে পুলিশ ফাড়িঁর ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ মিয়া জানান, নিহত যুবক টোকাই হতে পারে।পরিচয় শনাক্তকরনের চেষ্টা চলছে।উল্লেখ্য ২০১৮ ও ২০১৯ সালে এই ঢাকা-ময়মনসিংহ রেলপথে কাওরাঈদ,মশাখালী, গফরগাঁও, ধলা ও বালিপাড়া এলাকায় চলন্ত ট্রেনের ছাদে ছিনতাই, ছিনতাই শেষে ছলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়ে যাত্রীদের হত্যা করার একাধিক ঘটনা ঘটেছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই