তারিখ : ২৪ এপ্রিল ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ছিনতাই মামলায় শ্রীপুরের আ.লীগ নেতা গ্রেপ্তার

ছিনতাই ও ধর্ষণসহ একাধিক মামলা, শ্রীপুরে তেলিহাটি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
[ভালুকা ডট কম : ০১ অক্টোবর]
একটি কারখানার তৈরী পোশাক ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার লিয়াকত ফকির মুলাইদ গ্রামের জাহেদ আলী ফকিরের ছেলে। গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল বুধবার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। লিয়াকত ফকির সদ্য গঠিত শ্রীপুরের তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, বুধবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করার পর তাকে থানা পুলিশে হস্তান্তর করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়। গত ১০ই আগষ্ট স্থানীয় একটি কারখানার কর্মকর্তা বাদী হয়ে তৈরী পোশাক ছিনতাইয়ের মামলা করেন। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোপূর্বে তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের কাছ থেকে লুন্ঠিত মালামাল এবং একটি পিক-আপ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগের ওই নেতার নির্দেশনায় লুটের ঘটনা ঘটিয়েছে বলে পুলিশকে জানালে তাকে সেই মামলায় অভিযুক্ত করা হয়।

ব্লু-প্লানেট নীটওয়্যার লিমিটেডের নামের পোশাক কারখানার জৈষ্ঠ্য প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমান জানান, গত ৯ আগস্ট দুপুরে ১৫লক্ষ ৩০হাজার টাকার চার হাজার পিস পোশাক ওয়াশ করার জন্য জিএমপি পূর্ব থানাধীণ রেডিয়েশন ওয়াসিং লিমিটেড’র উদ্দেশ্যে কারখানার মাইক্রোবাসযোগে চালক রুহুল আমিন রওনা হন। পরে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার ফ্লাইওভারের ৩০ গজ দক্ষিণে পৌঁছা মাত্র ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েক যুবক ৩টি মোটরসাইকেলে মাইক্রোবাসটির গতিরোধ করে। পরে তারা মাইক্রোবাসে থাকা কারখানার উৎপাদিত ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ওই ঘটনায় ১০ আগস্ট শ্রীপুর থানায় বাদী হয়ে তিনি মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার অপর একটি ঘটনার বিবরণে জানা গেছে, গত বছরের ১১ মে ওই থানার জিন্দা পার্কের সামনে থেকে একটি প্রাইভেটকার ছিনতাই হয়। ওই ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের পর পুলিশ দু’ব্যক্তিকে গ্রেপ্তার করে। তারা লিয়াকত ফকিরের জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে পুলিশি তদন্তে গাড়ী ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগে তার নামে নারায়ণগঞ্জ আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

অন্যদিকে, গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে পিরোজপুর জেলার মাঝেরপুল থানার মিঠাখালী গ্রামের এক পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে মামলা চলমান রয়েছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই