তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় স্বেচ্ছা সেবকদের সাথে স্বাস্থ্য সচিবের মত বিনিময়

ভালুকায় হবিরবাড়ী করোনাকালীন স্বেচ্ছা সেবকদের সাথে স্বাস্থ্য সচিবের মত বিনিময়
[ভালুকা ডট কম : ০৪ নভেম্বর]
০৪ নভেম্বর বুধবার সকাল ১১ টার দিকে ভালুকার হবিরবাড়ী ইউনয়ন পরিষদ চত্তরে করোনা কালীন স্বেচ্চা সেবকদের সাথে এক মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সচিব আব্দুল মান্নান।

হবিরবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন করোনা কালীন সময়ে তোফায়েল আহম্মেদ স্বেচ্ছা সেবকদের নিয়ে মানুষের সেবায় দিনরাত যে ভূমিকা রেখেছেন সেজন্য তিনি স্বীকৃতি পাওয়ার যোগ্য। এ সময় ইউনিয়ন চেয়ারম্যানের দাবীর প্রেক্ষিতে হবিরবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটি আরও উন্নত করার আশ্বাস দেন।

মত বিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমন, সিভিল সার্জন ডাঃ মশিউল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খানম, উপজেলা স্বাস্থ্য ও প, প কর্মকর্তা ডাঃ সোহেলী শারমীন প্রমুখ।

উল্লেখ্য হবিরবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চুর নেতৃত্বে ৩৫৪ জন সদস্যের একটি স্বেচ্ছা সেবক দল ইউনিয়নে বিভিন্ন সমস্য নিরসন, মানব সেবা সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে ব্যাপক অবদান রেখে যাচ্ছে। করোনাকালীন সময়ে রাতদিন আক্রান্তদের পাশে থেকে চিকিৎসা সেবার সুযোগ করে দিয়েছেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই