বিস্তারিত বিষয়
নওগাঁয় ধর্ষনের পর আত্মহত্যা বলে চালানোর অভিযোগ
নওগাঁয় কলেজ ছাত্রীকে ধর্ষনের পর আত্মহত্যা বলে চালানোর অভিযোগ,আদালতে মামলা দায়ের
[ভালুকা ডট কম : ২৬ নভেম্বর]
নওগাঁর পত্নীতলায় অনুমোদনহীন নজিপুর ইসলামিয়া ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার রিসিপসনিস্ট পদে কর্মরত তানিয়া আকতার মিমকে (২০) ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে ক্লিনিকের মালিক এসএম নাজিম উদ্দিন বাবুর বিরুদ্ধে। এ হত্যার ঘটনাটি আত্নহত্যা বলে থানা ওসি শামছুল আলমের সহযোগিতায় জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে নিহতের পরিবার অভিযোগ করেন। ধর্ষণ ও হত্যা ঘটনাটি সুষ্ঠ তদন্ত ও এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ ঘটনায় ক্লিনিকের মালিক এসএম নাজিম উদ্দিন বাবু (৫০), তার স্ত্রী মোমেনা বেগম (৪০) ও ভাতিজা রকিকে (২৮) আসামী করে বুধবার নওগাঁ মোকাম বিজ্ঞ ৪নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেছেন মিমের বাবা দিনমজুর মিজানুর রহমান। এসএম নাজিম উদ্দিন পত্নীতলা উপজেলার কাঞ্চন দক্ষিণপাড়ার গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
গত ১৮ নভেম্বর বুধবার সকালে তানিয়া আকতার মিমের অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারের একটি ঘর থেকে শরীরে শুধুমাত্র একটি কালো ওর্ণা মোড়ানো অবস্থায় বিবস্ত্র অবস্থায় অর্ধ-ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মিম জেলার ধামইরহাট উপজেলার মইশড় গ্রামের ভ্যান চালক দরিদ্র মিজানুর রহমানের মেয়ে। তিনি ধামইরহাট সরকারি এমএম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবার পাশাপাশি সংসারের হাল ধরতে সুন্দরী তানিয়া আকতার মিম গত এক বছর আগে নজিপুর ইসলামিয়া ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার রিসিপসনিস্ট পদে যোগদান করেন। মিম সুন্দরী হওয়ায় ক্লিনিকের মালিক এসএম নাজিম উদ্দিন বাবুর কুদৃষ্টি পরে। নাজিমের কুদৃষ্টি থেকে নিজকে বাঁচাতে চাইলে তাকে চাকুরি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। কয়েকবার মিম তার নিজ বাড়িতে চলে গেলেও মালিক নাজিম মোবাইল ফোনে চাপ দিয়ে জোর করে ক্লিনিকে আসতে বাধ্য করেন। ক্লিনিকের নীচ তলার একটি ঘরে মিম তার সহকর্মী মাকসুরার সাথে থাকতেন। তবে ঘটনার দিন মঙ্গলবার তার সহকর্মী ছুটিতে থাকায় রাতে মিম একাই ছিলেন। ওই রাতেই নাজিমের লালসার শিকার হন মিম।
মিমের মা সম্পা বেগম জানান, মিম গ্রামের বাড়ি এলেই কিনিকের মালিক নাজিম উদ্দিন বাবু বারবার মোবাইল করে জোর করে কিনিকে নিয়ে যেতেন। মিমের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরী করে নাজিম উদ্দিন ধর্ষণ করে তাকে শ্বাস রোধে হত্যা করেছে। এরপর নাজিমের স্ত্রী মোমেনা বেগমসহ তার লোকজন ফ্যানের সাথে ওর্ণা দিয়ে ঝুলিয়ে রেখে পুলিশের সহযোগিতায় আত্নহত্যা বলে প্রচার করে। মিমের গলায় একাধিক স্থানে আঘাতের কালো দাগ রয়েছে।
নিহত মিমের বাবা মিজানুর রহমান অভিযোগ করে বলেন, ঘটনার রাতে কিনিকে মিম একাই থাকার সুযোগে কিনিকের মালিক নাজিম উদ্দিন ধর্ষণের পর তার লোকজন হত্যা করে ফ্যানের সাথে অর্ধ-ঝুলিয়ে রাখে। ধর্ষণের পর হত্যার মামলা করতে গেলেও থানার ওসি শামছুল আলমসহ পুলিশ কর্মকর্তারা তাদের সাথে দুর্ব্যবহার করে হত্যা মামলা বলে জোর করে সাদা কাগজে স্বাক্ষর করে নিয়েছেন। তিনি আরো অভিযোগ করে বলেন, মিম ঘরের মধ্যে মারা যাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থালে গেলেও পুলিশ কর্তারা তাদের মেয়ের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে দেয়নি। নিহতের ছবিতে দেখা যাচ্ছে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রাখা হলেও মিমের দুই পা ঘরের মেঝের সাথে দেড় ফিট ঠেকে ছিল। তাহলে কিভাবে মারা যায়? তিনি আরো অভিযোগ করেন, মিমকে হত্যারপর কিনিকের মালিক নাজিম উদ্দিন বাবু মঙ্গলবার রাতেই থানা পুলিশের সাথে যোগাযোগ করেন। এরপর মোটা অংকের টাকা ঘুষের বিনিময়ে থানা পুলিশের কর্তার ঘটনাস্থলে নিহত মিমের কাছে তাকে যেতে দেয়নি। এরপর আত্নহত্যা বলে প্রচারণা শুরু করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, নাজিম উদ্দিন বাবু এর মালিকানাধীন ইসলামিয়া কিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারটি কয়েক বছর আগে থেকেই রেজি: ২০১৫ ব্যবহার করে নজিপুরে ব্যবসা করে আসছিলেন। এই কিনিকের কোন অনুমোদন নেই। তারপরও ভুয়া রেজি: নাম্বার ব্যবহার করে প্রশাসনের নাকের ডগায় বহাল তবিয়তে কথিত সেবা দিয়ে আসছেন আর মোট অংকের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। সংশ্লিষ্ট প্রশাসন নিরব ভূমিকা পালন করে। তারা আরো অভিযোগ করে বলেন, অসহায় ও গরীব পরিবারের থেকে সুন্দরী নার্স নিয়োগ দিয়ে তাদের সাথে অনৈতিক আচরণ করার পর কৌশলে তাড়িয়ে দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে ক্লিনিক মালিকের বিরুদ্ধে। দ্রুত এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান নিহতের পরিবার ও এলাকাবাসি।
ক্লিনিকের মালিক এসএম নাজিম উদ্দিন ও তার স্ত্রী মোমেনা বেগমকে না পাওয়ায় কোন বক্তব্য পাওয়া যায়নি।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাসছুল আলমের বিরুদ্ধে সকল অভিযোগ করে অস্বীকার করে বলেন, নিহতের বাবা নিজেই সাধারণ ডায়রি (জিডি) দায়ের করেছেন। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলেই মিম মারা যাওয়ার প্রকৃত কারণ জানা সম্ভব হবে। যদি হত্যার প্রতিবেদন আসে তাহলে সাধারণ ভাবেই জিডিটিই হত্যা মামলায় রুপান্তর হবে।
পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: খালিদ সাইফুল্লাহ জানান, ওই ক্লিনিকের মালিক এসএম নাজিম উদ্দিন ইচ্ছাকৃত ভাবেই অসম্পন্ন আবেদন করে অবৈধ্যভাবে (রেজি:২০১৫) কিনিক পরিচালনা করে আসছিলেন। অপর প্রশ্নে তিনি বলেন, সিভিল সার্জনের নির্দেশে ঘটনাস্থালে যাওয়ায় আগেই পুলিশ নিহত মিমের মৃতদেহ থানায় নিয়ে যায়। এ ঘটনায় একটি প্রতিবেদন সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।
পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার জানান, আগে ১০শয্যার অনুমোদন থাকলেও অবৈধ ভাবে ২৫টি শয্যা স্থাপন করেন। ক্লিনিকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ও অব্যবস্থাপনায় পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতে ক্লিনিকটিকে সিলগালা করে দেওয়া হয়েছে। এ ছাড়া ক্লিনিকের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ
-
যশোরে ইউএস ডলারসহ ৪ হুন্ডি ব্যবসায়ী আটক [ প্রকাশকাল : ২২ জানুয়ারী ২০২১ ০৪:৪৫ অপরাহ্ন]
-
রাণীনগরে ১০১বোতল রেক্টিফাইড স্প্রিট উদ্ধার,আটক ২ [ প্রকাশকাল : ২১ জানুয়ারী ২০২১ ০৫:৫৫ অপরাহ্ন]
-
শ্রীপুরে ৩২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার [ প্রকাশকাল : ২১ জানুয়ারী ২০২১ ০৪:৫৩ অপরাহ্ন]
-
তজুমদ্দিনে লাকড়ি রাখাকে কেন্দ্র করে হামলায় আহত-৫ [ প্রকাশকাল : ২১ জানুয়ারী ২০২১ ০৪:৪০ অপরাহ্ন]
-
শার্শার বাগআাঁচড়ায় এনজিও কর্মি পরিচয়ে শিশু চুরি [ প্রকাশকাল : ২০ জানুয়ারী ২০২১ ০৩:৫৭ অপরাহ্ন]
-
বেনাপোল ইমিগ্রেশনে ভূয়া সিআইডি কর্মকর্তা আটক [ প্রকাশকাল : ২০ জানুয়ারী ২০২১ ০৩:৫৩ অপরাহ্ন]
-
নান্দাইলে গভীর রাতে বাড়িতে হামলা-লুটপাট,আহত ২ [ প্রকাশকাল : ২০ জানুয়ারী ২০২১ ০৩:৪৮ অপরাহ্ন]
-
গফরগাঁও পাগলায় ডিবির হাতে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার [ প্রকাশকাল : ১৯ জানুয়ারী ২০২১ ০৭:০৫ অপরাহ্ন]
-
শার্শায় ভ্রাম্যমান আদালতে অবৈধ ক্লিনিক মালিকে জরিমানা [ প্রকাশকাল : ১৯ জানুয়ারী ২০২১ ০৪:১৩ অপরাহ্ন]
-
ঈশ্বরগঞ্জের পল্লীতে বাড়ি-ঘরে হামলা,মারপিট, লুটপাট [ প্রকাশকাল : ১৮ জানুয়ারী ২০২১ ০৫:৩০ অপরাহ্ন]
-
প্রতিপক্ষের ছুরিকাঘাতে সিরাজগঞ্জে কাউন্সিলর নিহত [ প্রকাশকাল : ১৬ জানুয়ারী ২০২১ ০৭:০৭ অপরাহ্ন]
-
তজুমদ্দিনে খাবারে নেশা মিশিয়ে চুরি [ প্রকাশকাল : ১৪ জানুয়ারী ২০২১ ০৩:৩৮ অপরাহ্ন]
-
নওগাঁয় অজ্ঞাত ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার [ প্রকাশকাল : ১৩ জানুয়ারী ২০২১ ০৬:০৮ অপরাহ্ন]
-
তজুমদ্দিনে প্রশাসনের অভিযানে অবৈধ জাল আটক [ প্রকাশকাল : ১২ জানুয়ারী ২০২১ ০৮:১০ অপরাহ্ন]
-
রাণীনগরে বিধবাকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার-২ [ প্রকাশকাল : ১২ জানুয়ারী ২০২১ ০৮:০০ অপরাহ্ন]