তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরের শেখ আব্দুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী

গৌরীপুরের বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শেখ আব্দুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী ৬ ডিসেম্বর
[ভালুকা ডট কম : ০৫ ডিসেম্বর]
ময়মনসিংহের গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সংবাদপত্র এজেন্ট শেখ আব্দুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী রবিবার (৬ ডিসেম্বর)। এ উপলক্ষে গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে ওইদিন বাদ যোহর গৌরীপুর মুক্তিযোদ্ধা কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করা হয়েছে।

শেখ আব্দুর রহমান ১৯৭৭ সালে সংবাদপত্রের ব্যবসার পাশাপাশি সাংবাদিকতা পেশায় নিয়োজিত হন। ৮০’র দশকে গৌরীপুরর উপজেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় তিনি ছিলেন বিভিন্ন পত্রিকার একমাত্র এজেন্ট। ১৯৮১ সালে গৌরীপুর প্রেসক্লাব প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করেন তিনি।

তার জীবদ্দশায় সাপ্তাহিক এশিয়া, সাপ্তাহিক পরিধি, দৈনিক আজাদ, দৈনিক কৃষান, দৈনিক কালবেলা, দৈনিক সমাচার ও আজকালের খবরসহ অসংখ্য সংবাদপত্রের নিজস্ব সংবাদদাতা হিসাবে সুনামের সাথে কাজ করেন। গৌরীপুর প্রেসক্লাবের পাশাপাশি তিনি সাংবাদিক সমিতি, সাংবাদিক সংস্থা গৌরীপুর উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন।  গৌরীপুর রেলওয়ে জংশনে প্রতিষ্ঠা করেন নার্গিস রেলওয়ে গ্রন্থ বিতান। বর্তমানে এটি রহমান রেলওয়ে বুক স্টল নামে নামকরন করা হয়েছে।

এছাড়া গৌরীপুর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। ২০১২ সনের ৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মরহুম শেখ আব্দুর রহমান গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় পত্রিকার গৌরীপুর প্রতিনিধি মশিউর রহমান কাউসারে পিতা। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শোক সংবাদ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই