বিস্তারিত বিষয়
তজুমদ্দিনে ওয়াসার নিয়োগ কাগজে-কলমে দেখিয়ে অর্থ লুটপাট
বঙ্গোপসাগরে জেগে উঠা নতুন চরে বনায়ন প্রকল্পে
তজুমদ্দিনে ওয়াসার নিয়োগ কাগজে-কলমে দেখিয়ে সরকারী অর্থ লুটপাট
[ভালুকা ডট কম : ১০ ডিসেম্বর]
ভোলার তজুমদ্দিনে শশীগঞ্জ বিটের অধীনে বঙ্গোপসাগরে জেগে উঠা নতুন চরসহ উপকূলীয় এলাকায় বনায়ন প্রকল্পে ওয়াসার (বাগান পাহারাদার) নিয়োগ কগজে-কলমে দেখিয়ে সরকারী টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে দৌলতখাঁন রেঞ্জের রেঞ্জারের বিরুদ্ধে। এনিয়ে নিয়োগ পাওয়া ওয়াসারদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সুত্রে জানা যায়, উপকূলীয় এলাকাকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে বাঁচাতে বঙ্গোপসাগরে জেগে উঠা নতুন চরসমূহে বনায়ন করার লক্ষে ২০১৭ সালে ‘বঙ্গোপসাগরে জেগে উঠা নতুন চরসহ উপকূলীয় এলাকায় বনায়ন’ নামে একটি প্রকল্প হাতে নেয় বন ও পরিবেশ মন্ত্রণালয়। প্রকল্পের চুক্তি অনুযায়ী ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার চরউড়িল ও চরমোজাম্মেলে বনায়নের কার্যক্রম শুরু করে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বন অধিদপ্তরের দৌলত খাঁন রেঞ্জের কর্মকর্তারা।
চুক্তি অনুযায়ী চর বনায়ন প্রকল্পে ২০১৮ সালে ৩শত হেক্টর, ২০১৯ সালে ২শত হেক্টর জমিতে বাগান সৃজিত করেন বন বিভাগ। নিয়ম অনুযায়ী প্রতি মাসে জন প্রতি মাসে ৫হাজার ৫শত ৫০ টাকা বেতনে চর বনায়নে প্রতি ১শত হেক্টরে ৫ জন করে ২০২০ জানুয়ারী মাস থেকে ওয়াসার (বাগান পাহারাদার) নিয়োগ করেন দৌলতখান রেঞ্জ। সৃজিত বাগান অনুযায়ী ১১০ জন ওয়াসার নিয়োগ দেন। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ১১০ জন ওয়াসারের বিল আসে ৬লক্ষ ১০ হাজার ৭শত ২০ টাকা সে অনুযায়ী জানুয়ারী থেকে নভেম্বর পর্যন্ত রেঞ্জার আকরাম হোসেন উত্তোলন করেন প্রায় ৬৭ লক্ষ ১০ হাজার ৭ শত ২০ টাকা। যার পুরো টাকাই দৌলতখান রেঞ্জের রেঞ্জার আকরাম হোসেন ওয়াসার (বাগান পাহারাদার) কগজে-কলমে নিয়োগ দেখিয়ে রেজিষ্টারে ভূয়া স্বাক্ষর দিয়ে তাদের জন্য বরাদ্ধের টাকা আত্নসাৎ করেন। চর বনায়নের কাজটি দৌলতখান রেঞ্জের অধীনে শশীগঞ্জ বিট বাস্তবায়ন করলেও ওয়াসার নিয়োগ সংক্রান্ত কোন কাগজপত্রের ফাইল নেই বিট অফিসে। নাম মাত্র বিট অফিস থাকলেও এখানে নেই কোন তথ্য। এ বিষয়ে জানতে চাইলে ওয়াসার মোঃ হাসান বলেন, ওয়াসার হিসেবে নিয়োগ দেয়ার পর থেকে আজও পর্যন্ত কোন টাকা পাইনি। রেঞ্জার আকরাম স্যারের কাছে টাকা চাইলে তিনি বরাদ্ধ নেই বলেন জানান। রেজিষ্টারে কোন স্বাক্ষর নেয়া হয় কিনা এমন প্রশ্নে তিনি সাফ জানান কোন স্বাক্ষর নেয় না। শশীগঞ্জ বিটের বিট কর্মকর্তা মোঃ জাহিদ হাসান বলেন, আমি নতুন যোগদান করে এসব বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। ওয়াসার নিয়োগ সংক্রন্ত কোন ফাইল বিট অফিসে নেই।
অভিযুক্ত দৌলতখাঁন রেঞ্জের রেঞ্জার মোঃ আকরাম হোসেন বলেন, করোনার কারণে ওয়াসারের বিল কিছু সময় বন্ধ ছিলো। পরবর্তীতে উত্তোলন করে ওয়াসারকে বেতন দেয়া হয়েছে। তবে তার কাছে ওয়াসারের তালিকা চাইলে তিনি মিল করে পরে দিবে বলে ফোন কেটে দেন।
ভোলা জেলা বন কর্মকর্তা তৈফিকুল ইসলাম বলেন, ওয়াসারের বেতন উত্তোলন করে আত্নসাৎ করার কোন সুযোগ নেই। তবুও খোজ খবর নিয়ে অভিযোগের প্রমাণ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
অনুসন্ধানী প্রতিবেদন বিভাগের অন্যান্য সংবাদ
-
শ্রীপুরে গতিপথ পরিবর্তন করে লবলং খাল দখল [ প্রকাশকাল : ২৪ ফেব্রুয়ারী ২০২১ ০৫:০৫ অপরাহ্ন]
-
সান্তাহারে রেলের জমি দখলের হিড়িক [ প্রকাশকাল : ১৯ ফেব্রুয়ারী ২০২১ ০৪:০০ অপরাহ্ন]
-
উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত সান্তাহারের স্টেশন [ প্রকাশকাল : ০৮ ফেব্রুয়ারী ২০২১ ০৫:১৭ অপরাহ্ন]
-
মদনে কুড় বিলের দখল নিয়ে সংঘর্ষের আশঙ্কা [ প্রকাশকাল : ০৮ ফেব্রুয়ারী ২০২১ ০৫:০৭ অপরাহ্ন]
-
সান্তাহার জংশন রেলওয়ে গেইট যেন মরন ফাঁদ [ প্রকাশকাল : ০৪ ফেব্রুয়ারী ২০২১ ০৫:১৩ অপরাহ্ন]
-
তজুমদ্দিনে সহকারী কমিশনার পদটি ২০ বছর শূণ্য [ প্রকাশকাল : ০৩ ফেব্রুয়ারী ২০২১ ০৪:০০ অপরাহ্ন]
-
রাণীনগরে পরিত্যক্ত ভবনে চলছে পোস্ট অফিসের কার্যক্রম [ প্রকাশকাল : ০২ ফেব্রুয়ারী ২০২১ ০৮:০৬ অপরাহ্ন]
-
নান্দাইলে একসাথে দুইস্থানে চাকুরী করে বেতনভাতা উত্তোলন [ প্রকাশকাল : ২৭ জানুয়ারী ২০২১ ০৩:৪৪ অপরাহ্ন]
-
সান্তাহার জংশন রেলওয়ে স্টেশনের অধিকাংশ সিসি ক্যামেরা নষ্ট [ প্রকাশকাল : ১০ জানুয়ারী ২০২১ ০২:১০ অপরাহ্ন]
-
দেশের ভোগ্যপণ্যের দর নিয়ে অসন্তোষ,অস্থির বাজার [ প্রকাশকাল : ০৭ জানুয়ারী ২০২১ ০৭:০৩ অপরাহ্ন]
-
পরিকল্পনাহীন ভাবে নির্মাণ করা হচ্ছে দুর্যোগ সহনীয় বাড়ি [ প্রকাশকাল : ২৯ ডিসেম্বর ২০২০ ০৫:২৬ অপরাহ্ন]
-
নান্দাইলে কৃষি জমির মাটি যাচ্ছে ইটভাটায় [ প্রকাশকাল : ২৮ ডিসেম্বর ২০২০ ০২:৩০ অপরাহ্ন]
-
নওগাঁয় তালিকাভুক্ত না হয়েও কাজীর কর্মকান্ড [ প্রকাশকাল : ২৬ ডিসেম্বর ২০২০ ০৪:৩৩ অপরাহ্ন]
-
নওগাঁয় বেইলি ব্রিজের বেহাল দশা,ঝুঁকি নিয়ে চলাচল [ প্রকাশকাল : ২৪ ডিসেম্বর ২০২০ ০৪:০৩ অপরাহ্ন]
-
নান্দাইলে পাকা সড়কের ব্রিজ যেন মৃত্যুর কুপ [ প্রকাশকাল : ২৩ ডিসেম্বর ২০২০ ০৫:২৪ অপরাহ্ন]