তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

রায়গঞ্জ পৌর মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জ পৌর মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
[ভালুকা ডট কম : ১১ ডিসেম্বর]
রায়গঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আকছারুল আলম খোকন সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় হলরুমে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অথিতির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সিরাজগঞ্জ ৪ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফিকুল ইসলাম শফিক। বিশেষ অথিতির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মির্জা ফারুক আহম্মেদ, গাজী আলী আহম্মেদ, গাজী সোহরাব আলী, পৌর মেয়র প্রার্থী আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী গাজী আখছারুল আলম খোকন,রায়গঞ্জ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দীন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কে, এম রফিকুল ইসলাম।

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক কাওছার আহম্মেদের সঞ্চালনায় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর নের্তৃত্বে জীবন বাজী রেখে এদেশকে স্বাধীন করেছেন, তাই দেশের জন্য তাদের দরদ বেশী। একজন মুক্তিযোদ্ধাকে কোন পদ দেওয়া হয় তবে সেই থেকে তিনি সত্যিকার দেশ প্রেমিক হিসেবে উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাবেন।

মেয়র পদপ্রার্থী গাজী আখছারুল আলম খোকন তার বক্তব্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উদ্যেশ্য করে বলেন মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরাবরে উক্ত সম্মেলনের মাধ্যমে মনোনয়ন লাভের জন্য আবেদন জানান। এর আগে রায়গঞ্জ প্রেসক্লাব চত্বরে অভিন্ন দাবীতে সিরাজগঞ্জ ও রায়গঞ্জের সকল মুক্তিযোদ্ধা ও স্থানীয় নেতৃবৃন্দ মানববন্ধন করেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

রাজনীতি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই