বিস্তারিত বিষয়
সাদা সাদা ফুলে নতুন করে সেজেছে সজিনা
থোকায় থোকায় সাদা সাদা ফুলে নতুন করে সেজেছে নওগাঁর রাণীনগরের সজিনার গাছগুলো
[ভালুকা ডট কম : ১৭ ফেব্রুয়ারী]
সজিনা হচ্ছে গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী সবজি। বর্তমানে নওগাঁর রাণীনগর উপজেলার বাড়ির আনাচে-কানাচে ও রাস্তার পাশে থাকা সজিনার গাছগুলো থোকায় থোকায় সাদা সাদা ফুলে ভরে উঠেছে। মৌ মৌ করছে চারিপাশ। সজিনা গাছের ডালের গোড়া থেকে মাথা পর্যন্ত ফুল আর ফুল। এ সময় সজিনা গাছের পাতা ঝরে পড়ে। তাই পাতা শুন্য ডালে থোকা থোকা সাদা ফুলের শোভা দেখে সকলেই মহিত হয়।
সজিনা বিশ্বের অন্যতম প্রয়োজনীয় একটি বৃক্ষ। অলৌকিক গাছ হিসেবে সজিনা পরিচিত। ইংরেজিতে সজিনার নাম ‘ড্রামস্ট্রিক’ যার অর্থ ঢোলের লাঠি। নামটি অদ্ভুত হলেও এটি অতিপ্রয়োজনীয় জীবন রক্ষাকারী সবজি জাতীয় একটি উদ্ভিদ। এই সজিনা গাছ থেকে সবচেয়ে বেশি লাভবান হন বাড়ির গৃহিনীরা। তারা সজিনা মৌসুমে সজিনা বিক্রি করে হাতের খরচ হিসেবে অর্থ সঞ্চয় করেন।
এ গাছের পাতা, ফুল, ফল, ব্যাকল ও শিকড় সবই মানুষের উপকারে আসে। সজিনার পুষ্টিগুন অনেক বেশি। এ গাছের অনেক গুন থাকায়, এ গাছকে যাদুর গাছ বলা হয়। কাঁচা সবুজ পাতা রান্না করে, ভর্ত্তা করে ও বড়া ভেজে সবজি হিসেবে খাওয়া যায়। ফল সবজির মতো রান্না করে খাওয়া যায়, ফল পাকলে সে সব ফলের বীজ বাদামের মতো ভেজে খাওয়া যায়।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়ন ৫হাজার হেক্টর জমিতে প্রায় ২০ হাজার সজিনা গাছ আছে। প্রতি বাড়িতে কমপক্ষে ৩/৪ টি গাছ রয়েছে। এসব গাছ বাড়ির পাশে ও ক্ষেতের আইলে লাগানো হয়। গাছে ফলনও বেশি হয়। যত্ন ছাড়াই এসব গাছ বেড়ে উঠেছে। বাংলাদেশে ২টি জাত আছে সজিনা ও নজিনা। সজিনার ফুল আসে জানুয়ারীতে আর নজিনা ফুল আসে মার্চ মাস থেকে। তবে সব ফুল থেকে ফল হয় না। একটি থোকায় সর্বাধিক ১৫০টি মত ফুল ধরে। ফুল ৪০ সেমি. থেকে ৮০ সেমি. পর্যন্ত লম্বা হয়। ফুল ফুটার ২মাস পর ফল তোলা যায়। একটি বড় গাছে ৪০০ থেকে ৫০০ ফল ধরে। প্রতিটি ফলে ৩০-৪০টি বীজ হয়। দেশে সাধারণ ডাল কেটে ডাল রোপন করলে সজিনা গাছ তৈরি হয়। সজিনা চাষিরা উচ্চ মূল্য পাওয়ায় সজনের ডাল রোপন করতে উৎসাহিত হয়। বসতবাড়ির আশে পাশে রাস্তার ধারে ক্ষেতের আইলে লাগানো সজিনা গাছ যত্ন ছাড়াই অবহেলার মধ্য দিয়ে বেড়ে ওঠে। সজিনা পুষ্টি ও ভেজষ গুন সম্পন্ন হওয়ায় বাজারে এর চাহিদা অনেক বেশি। সজিনার ব্যাপক চাহিদা থাকায় এই সবজিটি বাজারে মৌসুমের শুরুর দিকে উচ্চ মূল্যে বিক্রি হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম জানান, অলৌকিক গাছ সজিনা। ঠান্ডা-গরম, লবণ, খরা সহিষ্ণু পরিবেশে এই গাছ বাংলাদেশের সর্বত্রই জন্ম নেয়। এ উপজেলার মাটিতে সজিনা আবাদ ভাল হচ্ছে। উপজেলার প্রতি বাড়িতে কমবেশি ৫/৬টি করে সজিনা গাছ আছে। এ বছর সজিনা গাছে ব্যাপক ফুল ধরেছে। বড় ধরণের দূর্যোগ না হলে সজিনার বাম্পার ফলন আশা করা হচ্ছে। এই অঞ্চলে উৎপাদিত সজিনা ঢাকাসহ পুরো দেশে চালান হয়। দিন দিন পরিত্যক্ত জায়গায় সজিনা গাছ তৈরির আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। তাই উপজেলায় সজিনা গাছের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং কৃষকরা সজনের উচ্চ মূল্য পাওয়ায় তারা লাভবানও হচ্ছে।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
পরিবেশ বিভাগের অন্যান্য সংবাদ
-
তজুমদ্দিনে হারিয়ে যাচ্ছে খেজুর রসের ঐতিহ্য [ প্রকাশকাল : ২৯ ডিসেম্বর ২০২১ ০৫.৪৪ অপরাহ্ন]
-
শ্রীপুরে পোল্ট্রির বর্জ্যে দুষিত হচ্ছে খালের পানি-পরিবেশ [ প্রকাশকাল : ২৬ ডিসেম্বর ২০২১ ০২.০৫ অপরাহ্ন]
-
কালিয়াকৈরে এপেক্স কারখানার উদ্যোগে বৃক্ষ রোপন [ প্রকাশকাল : ২১ ডিসেম্বর ২০২১ ০৫.০৪ অপরাহ্ন]
-
রাণীনগরে তালবীজ রোপন কার্যক্রমের উদ্বোধন [ প্রকাশকাল : ২২ সেপ্টেম্বর ২০২১ ০১.৩০ অপরাহ্ন]
-
নওগাঁয় ৪০০বছর ধরে কালের সাক্ষী অচিন গাছ [ প্রকাশকাল : ০৯ সেপ্টেম্বর ২০২১ ০৫.০০ অপরাহ্ন]
-
শ্রীপুরের সুতী নদী সুরক্ষায় নদী তীরে বৃক্ষরোপণ শুরু [ প্রকাশকাল : ২২ আগস্ট ২০২১ ০৫.২৩ অপরাহ্ন]
-
নজিপুর পৌর উদ্যানের অর্ধশতাধিক সরকারী গাছ কর্তন [ প্রকাশকাল : ১৬ জুলাই ২০২১ ০৫.৩৩ অপরাহ্ন]
-
নওগাঁর আলতাদীঘিতে পদ্মফুলের মেলা [ প্রকাশকাল : ০৭ জুলাই ২০২১ ০৫.০০ অপরাহ্ন]
-
বঙ্গবন্ধু সাফারী পার্কে বিরল ও বিপন্ন উদ্ভিদের বাগান [ প্রকাশকাল : ২৫ জুন ২০২১ ০৩.৩০ অপরাহ্ন]
-
গৌরীপুর কলেজের কৃঞ্চচূড়া গাছকাটার সিদ্ধান্ত বাতিল [ প্রকাশকাল : ০৮ জুন ২০২১ ০৫.৩০ অপরাহ্ন]
-
সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কেটা,বিভিন্ন মহলের ক্ষোভ [ প্রকাশকাল : ০৬ মে ২০২১ ০৭.১০ অপরাহ্ন]
-
নওগাঁর প্রকৃতি সেজেছে কৃষ্ণচূড়ার লাল আভায় [ প্রকাশকাল : ২৫ এপ্রিল ২০২১ ০৪.৫৩ অপরাহ্ন]
-
কালিয়াকৈরে ৮ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান [ প্রকাশকাল : ১০ মার্চ ২০২১ ০৪.৩৫ অপরাহ্ন]
-
সান্তাহারে মিলের বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ [ প্রকাশকাল : ২৭ ফেব্রুয়ারী ২০২১ ০৭.০৮ অপরাহ্ন]
-
সাদা সাদা ফুলে নতুন করে সেজেছে সজিনা [ প্রকাশকাল : ১৭ ফেব্রুয়ারী ২০২১ ০৪.০০ অপরাহ্ন]