বিস্তারিত বিষয়
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাবনত জাতি
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাবনত জাতি
[ভালুকা ডট কম : ২১ ফেব্রুয়ারী]
মহান ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁদের সামরিক সচিবেরা। এবার করোনা মহামারির কারণে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শহীদ মিনারে সশরীরে যাননি।
আজ রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথমে প্রেসিডেন্টের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম। এরপর প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান তাঁর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...’ বাজানো হয়।
রাষ্ট্র ও সরকারপ্রধানের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় দলের জ্যেষ্ঠ নেতা মতিয়া চৌধুরী, ফারুক খান, দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ তার সঙ্গে ছিলেন।পরে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস কমডোর এমএম নাঈম রহমান।এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত শ্রদ্ধা নিবেদন করেন।পরে মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পরপরই জনসাধারণের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাণীতে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ বলেছেন, যে বাংলা ভাষার জন্য আমরা জীবন দিয়েছি, তার উন্নয়নে সর্বস্তরে শুদ্ধ বাংলার প্রচলনের ওপর গুরুত্ব দিতে হবে। নিজভাষার উন্নয়ন ও সংরক্ষণের পাশাপাশি বহুভাষিক শিক্ষার মাধ্যমে টেকসই ভবিষ্যৎ-বিনির্মাণ করতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ইতিবাচক অবদান রাখবে বলে আমার বিশ্বাস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেছেন, ১৯৫২ সালের এ দিনে আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে প্রাণ-উৎসর্গ করেছিলেন আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালাম, রফিকউদ্দিন আহমদ, শফিউর রহমানসহ আরও অনেকে। এ দিনে আমি বাংলাসহ বিশ্বের ভাষা-শহিদগণের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বাংলাভাষার মর্যাদাপ্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্বদানকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল ভাষাসৈনিকদের, যাদের দূরদর্শী ঐতিহাসিক সিদ্ধান্তে এবং সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে আমাদের মা, মাটি ও মানুষের অস্তিত্ব রক্ষা হয়েছে।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ সে সময়ের শাসকগোষ্ঠীর চোখ-রাঙানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে।মায়ের ভাষা প্রতিষ্ঠার আন্দোলনে দুর্বার গতি পাকিস্তানি শাসকদের শঙ্কিত করে তোলায় সেদিন ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।এর দুই বছর পর ১৯৫৪ সালের ৭ মে পাকিস্তানের পার্লামেন্ট বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকার করে প্রস্তাব গ্রহণ করে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রভাষার স্বীকৃতি কার্যকর হতে লেগেছিল আরও দুই বছর।
১৯৯৮ সালে কানাডা প্রবাসী রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপনের জন্য জাতিসংঘে আবেদন করেন। পরের বছর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে ১৮৮টি দেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তাবে সমর্থন জানায়। পরে ২০১০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে সিদ্ধান্ত হয়, প্রতি বছর একুশে ফেব্রুয়ারি পালিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ
-
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাবনত জাতি [ প্রকাশকাল : ২১ ফেব্রুয়ারী ২০২১ ০৫:৩০ অপরাহ্ন]
-
ভাষা শহীদদের জীবনি পাঠ্যপুস্তকে তোলে ধরার দাবি [ প্রকাশকাল : ২০ ফেব্রুয়ারী ২০২১ ০৫:০৪ অপরাহ্ন]
-
গৌরীপুরে শহিদ মিনারের উপরে তৈরি হচ্ছে স্ল্যাব [ প্রকাশকাল : ১৯ ফেব্রুয়ারী ২০২১ ০৪:১০ অপরাহ্ন]
-
হারিছ-আনিসের সাজা নিয়ম মেনেই মওকুফ করা হয় [ প্রকাশকাল : ১৮ ফেব্রুয়ারী ২০২১ ০৫:১৬ অপরাহ্ন]
-
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় [ প্রকাশকাল : ১৭ ফেব্রুয়ারী ২০২১ ০৪:২৪ অপরাহ্ন]
-
কোভিড মোকাবিলায় দৃষ্টান্ত দেখিয়েছে বাংলাদেশ [ প্রকাশকাল : ১৬ ফেব্রুয়ারী ২০২১ ০৫:৫৫ অপরাহ্ন]
-
সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার চলছে- আজিজ [ প্রকাশকাল : ১৬ ফেব্রুয়ারী ২০২১ ০৫:৫০ অপরাহ্ন]
-
মুক্তিযোদ্ধাদের ভাতা ডিজিটাল পদ্ধতির উদ্ববোধন [ প্রকাশকাল : ১৫ ফেব্রুয়ারী ২০২১ ০৭:৪৬ অপরাহ্ন]
-
জাজিরার প্রতিবেদনে সরকারের পেট খারাপ হয়ে গেছে [ প্রকাশকাল : ১৩ ফেব্রুয়ারী ২০২১ ০৬:০৫ অপরাহ্ন]
-
বিএনপিই স্বাধীনতার ইতিহাস বিকৃতির জনক-কাদের [ প্রকাশকাল : ১৩ ফেব্রুয়ারী ২০২১ ০৬:০০ অপরাহ্ন]
-
জিয়ার রাষ্ট্রীয় খেতাব ‘বীর উত্তম’ বাতিলের সিদ্ধান্ত [ প্রকাশকাল : ১০ ফেব্রুয়ারী ২০২১ ০৪:৪০ অপরাহ্ন]
-
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িতদের পদবী বাতিল করা হবে- মন্ত্রী [ প্রকাশকাল : ১০ ফেব্রুয়ারী ২০২১ ০৪:৪৩ অপরাহ্ন]
-
আন্দোলনের লক্ষ্য নির্ধারণ করতেই বিএনপির ১২ বছর - কাদের [ প্রকাশকাল : ০৯ ফেব্রুয়ারী ২০২১ ০৩:২২ অপরাহ্ন]
-
প্রধানমন্ত্রী টিকা নিলে দেশবাসী সাহস পাবে- ডা. জাফরুল্লাহ [ প্রকাশকাল : ০৭ ফেব্রুয়ারী ২০২১ ০৪:৩০ অপরাহ্ন]
-
১০ দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন [ প্রকাশকাল : ০৬ ফেব্রুয়ারী ২০২১ ০৫:০০ অপরাহ্ন]