তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নওগাঁয় শতবলের প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁয় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ব্যতিক্রমী শতবলের প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত
[ভালুকা ডট কম : ১৯ মার্চ]
নওগাঁয় মুজিববর্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের মধ্যে শতবলের এক ব্যতিক্রমী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় নওগাঁ জেলা প্রশাসন দলের নেতৃত্ব দেন জেলা প্রশাসক হারুন-অর-রশদি এবং জেলা স্বাস্থ্য বিভাগ দলের নেতৃত্ব দেন সিভিল সার্জন ডা: এবিএম আবু হানিফ। প্রতিযোগিতায় জেলা প্রশাসন দল ৫উইকেটে স্বাস্থ্য বিভাগকে হারিয়ে বিজয়ী হয়। প্রথমে টসে জিতে জেলা প্রশাসন দলের অধিনায়ক জেলা প্রশাসক হারুন-অর-রশীদ ফিল্ডিংয়ের সিধান্ত নেন। সিভিল সার্জনের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ দল নির্ধারিত ২০ওভারে (৫বলে ওভার) সকল উইকেট হারিয়ে ৯৪রান করে। পরে জেলা প্রশাসন দল ৫উইকেট হাতে রেখেই ১৭ওভারে ৯৫রান করে।

পরে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন নওগাঁর ক্রীড়া সংগঠক ডা: দুলদুল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হারুন-অল-রশিদ, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খাঁন প্রমুখ।

এছাড়াও জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক হারুন-অর-রশীদ তার শুভেচ্ছা বক্তব্যে বলেন যান্ত্রিক এই ব্যস্ত জীবনে বিনোদনের অনেক প্রয়োজন আছে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ দুটোই অনেক ব্যস্ত বিভাগ। কিন্তু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত খেলার মাধ্যমে আমরা কিছুটা বিনোদন নেওয়ার সুযোগ পাচ্ছি। আগামীতেও এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে।#






সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

খেলাধুলা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই