বিস্তারিত বিষয়
রাস্তায় রাস্তায় গান গেয়ে সংসার চলছে অন্ধ আইনালের
রাস্তায় রাস্তায় গান গেয়ে সংসার চলছে অন্ধ আইনালের
[ভালুকা ডট কম : ২৩ মার্চ]
হাট-ঘাট, বাজার, আর রাস্তায় রাস্তায় গান গেয়ে জীবন চলে অন্ধ আইনালের। নওগাঁ জেলা শহর থেকে ৫০কিলোমিটার পশ্চিমে মান্দা উপজেলার ভারশোঁ গ্রামের লক্ষ্মীর মোড়ে একজন যুবক একটানা গান গেয়ে চলেছেন। কাছে গিয়ে জানতে পারলাম যিনি গান করছেন তিনি একজন অন্ধ। নাম তার আইনাল হক। বয়স কুড়ির কাছাকাছি। অপেক্ষা করতে থাকলাম গানটা শেষ হওয়ার জন্য। পথচারীরা বেশ মনোযোগ দিয়ে তার গান শুনছেন। গান শেষ হলে কথা হয় ঢাকা পোস্টের প্রতিবেদকের সঙ্গে।
আয়নাল হক নিজেই গান বানান ও সুর করেন। তার গাওয়া গান স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে সুনাম ছড়িয়ে পড়ে চারিদেকে। কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই খালি গলায় তার অসাধারণ সঙ্গীত পরিবেশনে দর্শকরা মুগ্ধ।
এলাকাবাসী জানান, ছোটবেলা থেকেই আয়নাল গান পাগল। যেখানে গান বাজনা হতো সেখানেই ছুটে যেত। এভাবে নিজে নিজেই এক সময় গান বাধা, সুর ও গাইতে শুরু করেন। তার গান স্থানীয়রা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে সুনাম ছড়িয়ে পড়ে।
ওই এলাকার বাসিন্দা গ্রাম পুলিশ কাজেম আলী জানান, আইনাল নিজেই গান বানান এবং সুর করেন। তার গান শুনতে অনেকেই এই এলাকায় আসেন। ভবিষ্যতে বড় মাপের শিল্পী হওয়ার স্বপ্ন আইনালের। এজন্য সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।
আইনাল বলেন, দুমুঠো ভাতের জন্য মাঠে-ঘাটে হাটে-বাজারে গান করি। আমি অন্ধ, পড়াশুনা করিনি, কাজ করার উপায় নেই। আমার একমাত্র অবলম্বন হলো গান। মানুষজন গান শুনে খুশি হয়ে যা দেন তাতেই চলে যায়। পথে গান গাইতে গাইতে হয়ত একদিন কারো চোখে পড়ে যাব। আমার স্বপ্ন বড় গায়ক হবো। ঢাকায় টেলিভিশন স্টুডিওতে গান গাইতে চাই।
আয়নালের বাবা বলেন, আমি দিনমজুর মানুষ। ছেলেটি জন্ম থেকেই অন্ধ। সারাদিন হাটে-বাজারে গান শোনায়। মানুষ খুশি হয়ে যা দেয় তাই দিয়ে আমাদের সংসার চলে। ছেলেটার গান শুনে অনেকে ফোন করে প্রশংসা করেন। এতে আমার অনেক ভালো লাগে। আরও গান গাইতে উৎসাহ দেই। আইনাল এখন পর্যন্ত শতাধিক গান রচনার পাশাপাশি সুরও দিয়েছে।
নওগাঁ বাউল সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব জানান, আয়নাল আঞ্চলিক গানের সম্রাট। বর্তমান প্রজন্ম আইনালদের ধারাবাহিকতা বজায় রাখতে উৎসাহ ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে নওগাঁর আঞ্চলিক গান বাঁচিয়ে রাখবে।এইসব পথ শিল্পীদের জন্য আমাদের করার তেমন কোন কিছু নেই। তবে সরকার কিংবা কোন প্রতিষ্ঠান এদের জন্য অনেক কিছুই করতে পারেন।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
লাইফস্টাইল বিভাগের অন্যান্য সংবাদ
-
নওগাঁর শ্রেষ্ঠ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী [ প্রকাশকাল : ৩১ মে ২০২৩ ০১.২০ অপরাহ্ন]
-
রায়গঞ্জে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে কবরস্থানে বসবাস [ প্রকাশকাল : ২৮ মার্চ ২০২২ ০৫.৪৮ অপরাহ্ন]
-
মুক্তিযুদ্ধে দাদার শহীদ হবার গল্প শুনলো নাতী [ প্রকাশকাল : ১২ ডিসেম্বর ২০২১ ০৪.৫০ অপরাহ্ন]
-
নিষেধাজ্ঞা শেষে তজুমদ্দিনের জেলেরা মাছ ধরতে প্রস্তুত [ প্রকাশকাল : ২৪ অক্টোবর ২০২১ ০৫.১৬ অপরাহ্ন]
-
প্রেমের টানে ফরিদপুর থেকে নওগাঁয় কিশোরী,পালিয়ে গেল প্রেমিক [ প্রকাশকাল : ১৮ সেপ্টেম্বর ২০২১ ০৭.৩৬ অপরাহ্ন]
-
সখীপুওে ১২ বছর ধরে শিকলে বন্ধি শহিদুল [ প্রকাশকাল : ১১ সেপ্টেম্বর ২০২১ ০৫.৩৫ অপরাহ্ন]
-
শাপলা তোলে জীবিকা নির্বাহ করে শতাধিকবার পরিবার [ প্রকাশকাল : ০৬ সেপ্টেম্বর ২০২১ ০৫.২০ অপরাহ্ন]
-
বাধ্য হয়ে বাক্সের অর্ধেক খুলে কাপড়ের পসরা সাজিয়েছেন [ প্রকাশকাল : ০৭ জুলাই ২০২১ ০৫.০৪ অপরাহ্ন]
-
জেলে থেকে হ্যাচারির মালিক যতীন্দ্র চন্দ্র বর্মণ [ প্রকাশকাল : ২৭ জুন ২০২১ ০৫.১৬ অপরাহ্ন]
-
রাণীনগরে গাড়লের খামার করে সফল আব্দুল মান্নান [ প্রকাশকাল : ১৪ জুন ২০২১ ০৪.০০ অপরাহ্ন]
-
নওগাঁয় চালের দাম বেড়েছে,নাভিশ্বাসে নিম্ম ও মধ্যবৃত্তরা [ প্রকাশকাল : ০৭ জুন ২০২১ ০৪.৪০ অপরাহ্ন]
-
জীবীকার তাগিদে রং মেখে শং সেজে নেচে-গেয়ে [ প্রকাশকাল : ০৪ জুন ২০২১ ০১.০০ অপরাহ্ন]
-
যে যেভাবে পারছেন জীবনের ঝুঁকি নিয়ে ছুটছেন গ্রামে [ প্রকাশকাল : ১১ মে ২০২১ ০৪.১৩ অপরাহ্ন]
-
শ্রীপুরে ২ গ্রামে হাতে ভাজা মুড়ি [ প্রকাশকাল : ৩০ এপ্রিল ২০২১ ০৫.০৯ অপরাহ্ন]
-
নওগাঁয় মাদ্রাসা সুপারের চাকুরি না থাকলেও বেতন আছে [ প্রকাশকাল : ১৮ এপ্রিল ২০২১ ০৩.০০ অপরাহ্ন]