বিস্তারিত বিষয়
টিকা নেওয়ার পর মানুষের উদাসীনতা বেড়ে গেছে-প্রধানমন্ত্রী
টিকা নেওয়ার পর মানুষের উদাসীনতা বেড়ে গেছে-প্রধানমন্ত্রী
[ভালুকা ডট কম : ০১ এপ্রিল]
জনস্বাস্থ্য বিবেচনায় করোনাভাইরাস সংক্রমণের প্রথম ধাপের মতো ফের সবকিছু নিয়ন্ত্রণের আওতায় আনা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনা প্রায় নিয়ন্ত্রণ করে ফেলেছিলাম, কিন্তু গোটা বিশ্বেই এর প্রভাব বেড়েই চলেছে। দেশেও করোনার প্রাদুর্ভাব হঠাৎ বেড়ে গেছে।
তিনি বলেন, টিকা নেওয়ার পর মানুষের উদাসীনতা বেড়ে গেছে। বিয়ে-পর্যটনসহ নানা কারণে যারা বেশি বেশি ঘুরে বেড়িয়েছেন তারাই করোনা আক্রান্ত হয়েছেন বেশি। মাস্ক পরাসহ, যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করার কোনো বিকল্প নেই বলেও মনে করেন তিনি।
এদিকে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারলে হাসপাতালগুলোতে জায়গা দেয়া সম্ভব হবে না।বৃহস্পতিবার সকালে ভার্চুয়াল মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ১০টি আইসিইউ বেডের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এমন আশঙ্কার কথা জানান ।
জাহিদ মালেক বলেন,যে হারে রোগী বাড়ছে তাতে গোটা ঢাকা শহরকে হাসপাতালে পরিণত করলেও সবাইকে চিকিৎসা দেয়া সম্ভব হবে না। করোনার উৎপত্তির উৎস বন্ধ না করলে শুধুমাত্র সেবা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না।
জাহিদ মালেক বলেন, সম্প্রতি করোনাভাইরাসের যে আক্রান্তের হার তা গত চার মাস অপেক্ষা বহুগুণে বেশি। আমরা প্রস্তুতি হিসেবে হাসপাতালে বেডের সংখ্যা বাড়াচ্ছি কিন্তু এটা সমাধান না। আমরা সব মিলিয়ে সাড়ে ৩ হাজার বেড বৃদ্ধি করলাম কিন্তু এর বিপরীতে দিনে ৫০০ জন করে রোগী এলো। এটাতে এক সপ্তাহে এসব বেড রোগীতে পূর্ণ হয়ে যাবে। এ থেকে বাঁচতে হলে আমাদের সচেতনতা জরুরি। মাস্ক ছাড়া সামাজিক, ধর্মীয়সহ সব অনুষ্ঠান কিংবা চলাফেরা বন্ধ করতে হবে।
করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা ৩১ জেলার মধ্যে ১৫টিতেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) নেই। ১০ মাস আগে প্রধানমন্ত্রী প্রতিটি জেলা সদর হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপনের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এত দিনেও জেলা পর্যায়ে আইসিইউ ইউনিট তৈরি না হওয়ায় স্বাস্থ্য বিভাগের গাফিলতিকে দায়ী করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকায় করোনার জন্য নির্ধারিত সরকারি ব্যবস্থাপনার ১০টি হাসপাতালের ১০৮টি আইসিইউ শয্যার মধ্যে গতকাল ৩১ মার্চ ১০৩টিতে রোগী ভর্তি ছিল। ঢাকায় আইসিইউর পাশাপাশি সাধারণ শয্যাতেও রোগীর চাপ বেড়েছে। ঢাকায় সরকারি ব্যবস্থাপনায় করোনা রোগীদের জন্য সাধারণ শয্যা রয়েছে ২ হাজার ৫১১টি। এগুলোর মধ্যে ২ হাজার ২৪৬টি শয্যায় রোগী ভর্তি ছিল। ফাঁকা ছিল ২৬৫টি শয্যা।
গত বছরের ২৭ এপ্রিল দেশের সব জেলায় আইসিইউ স্থাপন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। এরপর গত বছরের ২ জুন একনেকের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপনের নির্দেশ দেন। একই সঙ্গে প্রতিটি হাসপাতালে ভেন্টিলেটর স্থাপন এবং উচ্চমাত্রার অক্সিজেন সরবরাহ ব্যবস্থা বাড়াতে বলেন তিনি। এ জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার নির্দেশও দেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে যথেষ্ট ঘাটতি ছিল। প্রধানমন্ত্রী নির্দেশ দেয়ার পরে গত ১০ মাসে জেলা হাসপাতালগুলোতে আইসিইউর ব্যবস্থা করা সম্ভব ছিল। করোনা রোগীদের চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় একেবারেই মনোযোগ দেয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও এনসিডিসির লাইন ডিরেক্টর রোবেদ আমিন গণমাধ্যমকে জানিয়েছে, সপ্তাহখানেকের মধ্যে জেলা পর্যায়ে আইসিইউ ইউনিট করার মতো যন্ত্রপাতি, শয্যার ব্যবস্থা করা সম্ভব। কিন্তু আইসিইউ পরিচালনা করতে প্রশিক্ষিত চিকিৎসক, নার্স প্রয়োজন। জেলা পর্যায়ে আইসিইউ ইউনিট করার মতো লোকবলের অভাব রয়েছে।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ
-
বিমানের ৭টি বিশেষ ফ্লাইট বাতিল, সৌদিগামীদের বিক্ষোভ [ প্রকাশকাল : ১৭ এপ্রিল ২০২১ ০৩.০০ অপরাহ্ন]
-
করোনা আক্রান্ত খালেদা জিয়া সিটি স্ক্যানের জন্য হাসপাতালে [ প্রকাশকাল : ১৫ এপ্রিল ২০২১ ০৭.৩০ অপরাহ্ন]
-
রমজানে চাঁদাবাজি বরদাশত করা হবে না-আইজিপি [ প্রকাশকাল : ১৪ এপ্রিল ২০২১ ০৫.৩০ অপরাহ্ন]
-
লকডাউনে পণ্যবাহী যানবাহনে যেন যাত্রী না ওঠে-কাদের [ প্রকাশকাল : ১২ এপ্রিল ২০২১ ০৬.৪৭ অপরাহ্ন]
-
অবশেষে মেরামত করা হচ্ছে নওগাঁর লর্ড লিটন সেতু [ প্রকাশকাল : ০৮ এপ্রিল ২০২১ ০৬.১২ অপরাহ্ন]
-
হেফাজতকে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি [ প্রকাশকাল : ০৭ এপ্রিল ২০২১ ০৭.৫৯ অপরাহ্ন]
-
করোনা ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা প্রধান চ্যালেঞ্জ [ প্রকাশকাল : ০৬ এপ্রিল ২০২১ ০৬.০০ অপরাহ্ন]
-
করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান [ প্রকাশকাল : ০৪ এপ্রিল ২০২১ ০৩.০০ অপরাহ্ন]
-
টিকা নেওয়ার পর মানুষের উদাসীনতা বেড়ে গেছে-প্রধানমন্ত্রী [ প্রকাশকাল : ০১ এপ্রিল ২০২১ ০৫.০০ অপরাহ্ন]
-
১৮ দফা নির্দেশনা মানতে নারাজ বিজিএমইএ ও বিকেএমইএ [ প্রকাশকাল : ৩০ মার্চ ২০২১ ০৬.৩৩ অপরাহ্ন]
-
করোনা সংক্রমণের হার আতঙ্কের বিষয়-জাহিদ মালেক [ প্রকাশকাল : ২১ মার্চ ২০২১ ০৫.২০ অপরাহ্ন]
-
নরেন্দ্র মোদির সফরে সর্বোচ্চ নিরাপত্তা দেব-পররাষ্ট্রমন্ত্রী [ প্রকাশকাল : ২০ মার্চ ২০২১ ০৫.৩৪ অপরাহ্ন]
-
মোদিকে কোনোভাবেই বাংলাদেশে আসতে দেওয়া হবে না [ প্রকাশকাল : ১৯ মার্চ ২০২১ ০৭.২০ অপরাহ্ন]
-
সভা-সমাবেশ বন্ধ করা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি-রিজভী [ প্রকাশকাল : ১৭ মার্চ ২০২১ ০৫.০০ অপরাহ্ন]
-
৭ মার্চের ভাষণ কি স্বাধীনতাযুদ্ধের কোনো আওয়াজ?-রিজভী [ প্রকাশকাল : ১৬ মার্চ ২০২১ ০৪.৩০ অপরাহ্ন]