তারিখ : ২৪ এপ্রিল ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে অবসরপ্রাপ্ত ১৪ প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

গৌরীপুরে পেনশনসহ সকল ভাতা’র দাবিতে অবসরপ্রাপ্ত ১৪ প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
[ভালুকা ডট কম : ০৭ এপ্রিল]
ময়মনসিংহের গৌরীপুরে পেনশন, প্রভিডেন্ড ফান্ডের সঞ্চিত অর্থসহ সকল ভাতাদি দ্রুত পরিশোধের দাবিতে বুধবার বুধবার (৭ এপ্রিল) সংবাদ সম্মেলন করেছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। দ্রুত সময়ের মধ্যে পেনশন পরিশোধের দাবি জানিয়ে তারা বলেন, হয়তো পেনশন দেন, নয়তো বিষের বোতল দেয়। স্ত্রী-সন্তানদের ভরণপোষণ দিতে পারবো না, তাহলে ওদেরকে নিয়ে বিষ খেয়ে মরে যাই।

পেনশনের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে বক্তব্য রাখেন সহরবানু বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলী আজগার ফরহাদ, নহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, বৈরাটি আমজত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, মহিশ্বরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব তালুকদার, পুম্বাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল বারি, গড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নওয়াব উদ্দিন খান পাঠান, তালেব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরা আক্তার খাতুন, ভিটেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মো. আব্দুল লতিফ, দৌলতাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আবু হাসান, মুক্তিযোদ্ধা আবুল হাসিম দৌলতাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মনোয়ারা ইয়াসমিন, পুম্বাইল দৌলতাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মো. আবুল হাসেম, লামাপাড়া দৌলতাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আব্দুল কাদির, হিম্মতনগর দৌলতাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সাহাব উদ্দিন প্রমুখ।

এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন বলেন, আমরা বিধিমোতাবেক পেনশনারদের দ্রুত ভাতাদি প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিউল হক জানান, স্কেল সংক্রান্ত মামলার জটিলতায় পেনশন দেয়া যাচ্ছে না। একজনের ফাইল অনুমোদন করেছিলাম হিসাব রক্ষণ বিভাগ আপত্তি দিয়েছে। তাই বন্ধ ছিলো তবে দ্রুত পেনশন নিষ্পত্তি উদ্যোগ নেয়া হয়েছে। উপজেলা হিসাব রক্ষণ অফিসার মেঘলাল ম-ল বলেন, শিক্ষকদের কোন পেনশন ফাইল এ অফিসে আটকা নেই। জেলা শিক্ষা অফিস থেকে অনুমোদন দিচ্ছে না। অনুমোদন দিলে তাদেরকে ২৪ঘন্টার মধ্যে পেনশন ফাইল নিষ্পত্তি করতে আমরা প্রস্তুত।

সংবাদ সম্মেলনে প্রভিডেন্ড ফান্ডের টাকা পাননি, পেনশনের টাকার জন্য একবছর ধরে ফাইল হাতে নিয়ে অফিসের বারান্দায় ঘুরছেন। তিনি অসুস্থ্য, ওষুধ কিনতে পারছেন না, স্ত্রী’র চিকিৎসা বন্ধ, সন্তানের খাবারও দিতে পারছেন না। কষ্টের এমন বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন মো. আলী আজগার ফরহাদ। তিনি ২০২০সালের ৬ ফেব্রুয়ারি সহরবানু বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক হিসাবে অবসরে যান। তিনি আরো জানান, তার স্ত্রী হাসনা আরা অসুস্থ্য, চিকিৎসা করাতে পারছেন না। ছেলের লেখাপড়াও বন্ধের উপক্রম হয়েছে। ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (৭ এপ্রিল) দ্রুত পেনশন, প্রভিডেন্ট ফান্ডের জমাকৃত অর্থ ও ভাতাদি প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন স্বজন মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান জানান, তিনি ২০১৯সালের ১৪ সেপ্টেম্বর অবসরে যান। গত বছরের ৬অক্টোবর জেলা অফিসে পেনশন ফাইল নিয়ে গেলে জমা রাখেনি। রাশিয়ায় পিএইচডিরত সন্তানের খরচ পাঠাতে পারছি না, আমি এক অসহায় বাবা! ২ ছেলে আর ১ মেয়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তাদের লেখাপড়ার খরচও দিতে পারছি না। দোকানদারদের সামনে গেলে আমাদের নিত্যপণ্যও এখন আর বাকীতে দেয় না।

সংবাদ সম্মেলনে সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম বলেন, গত বছরের ২০ডিসেম্বর শূন্যহাতে বাড়িতে গিয়েছি। ছেলে-মেয়ে আর স্ত্রীর হাতে ঈদে কাপড়, সুচিকিৎসা ও সন্তানের খরচ দিতে পারছি না। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব তালুকদার জানান, আমাদের স্ত্রী-সন্তান নিয়ে উপোস থাকছি। কেউ আমাদের খোঁজখরব নিচ্ছে না। ফাইল ঘুরছে, বেতন-ভাতা কিছুই পাচ্ছি না। মো. আব্দুল বারি বলেন, ২০১৮সালের ৩১ডিসেম্বর পেনশনে গিয়েছি। সন্তানের খরচ দিতে পারছি না, তাই ডিপ্লোমা পড়ুয়া সন্তানের লেখাপড়া বন্ধ হয়ে গেছে।

এসময় গড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নওয়াব উদ্দিন খান পাঠান বলেন, সারাবছরের জমানো টাকা পাচ্ছি না, পেনশন পাচ্ছি না, তাহলে আমাদের বিষের বোতল দেন। স্ত্রী-সন্তানদের নিয়ে খেয়ে একবারে মরে যাই। এই যন্ত্রণা আর সহ্য হয় না।

অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মো. আবুল হাসেম বলেন, আমার এক মেয়ে বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তাকে খরচ দিতে পারছি না। ২০২০সালের ২৮ ফেব্রুয়ারি অবসরে গেলাম শূন্য হাতে, স্ত্রী আর সন্তানদের সামনে দাঁড়াতে পারছি না। ভিড়েরপাড়ের সহকারী শিক্ষক মো. আব্দুল লতিফ বলেন, ৩০ডিসেম্বর অবসরে গিয়েছি। আমার এক ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অপর ছেলে জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং মেয়ে মুমিনুন্নেছা সরকারি কলেজে পড়ে। তাদের খরচও দিতে পারছি না। বিনা চিকিৎসায় আমার মৃত্যু হলে এই পেনশনের টাকা দিয়ে কী হবে! #





সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

মিডিয়া বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই