তারিখ : ১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নান্দাইলে ঈদ উপহার বিতরন

আওয়ামীলীগ নেতা শাহজাহান কবির সুমনের নান্দাইলে চৌরাস্তায় পথচারীদের ঈদ উপহার বিতরন  
[ভালুকা ডট কম : ১১ মে]
ময়মনসিংহের নান্দাইলে আওয়ামীলীগ নেতা শাহজাহান কবির সুমনের সৌজন্যে মঙ্গলবার (১১ই মে) নান্দাইল চৌরাস্তায় ৬০জন রিক্সাচালক, অটোচালক ও দরিদ্র পথচারীদের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা বর্তমান বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সম্মানীত সদস্য ব্যক্তিগত উদ্যোগে নান্দাইল প্রেসক্লাবের সামনে এই ঈদ সামগ্রী বিতরণ করেন।

প্রতিটি প্যাকেট সেমাই, চিনি, সাবান, দুধ, ১টি করে মাক্স ও করোনা সচেতনায় লিফলেট দেওয়া হয়েছে। এসময় নান্দাইল প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল, সিনিয়র যুগ্ম সম্পাদক এবি সিদ্দিক খসরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জ, নির্বাহী সদস্য মো. রমজান আলী, শফিকুল ইসলাম শফিক, সদস্য মাহাবুব আলম খান, নান্দাইল উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আফতাব উদ্দিন খান তুহিন, যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম, উপ-গ্রন্থ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, প্রচার সম্পাদক মোশারফ হোসেন, অর্থ সম্পাদক ঝুমন মিয়া, নান্দাইল উপজেলা ছাত্রলীগ নেতা সৌকত আহম্মেদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন। আওয়ামীলীগ নেতা শাহজাহান কবির সুমন জানান, ঈদের পূর্বদিন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।#

নান্দাইলের রসুলপুর সরকার বাড়ীর উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামে সোমবার (১০ই মে) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যক্তিগত উদ্যোগে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রসুলপুর গ্রামের অসহায়, হত দরিদ্র মানুষের মাঝে ২০০ শাড়ী কাপড়, ১০০ লুঙ্গী এবং নগদ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। বিতরনের সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সেবক আবুল কাসেম, সিবিএ নেতা এবিএম বায়জীদ, বিশিষ্ট লেখক ও কলামিস্ট সাইদুর রহমান।#

নান্দাইলে ব্যাক্তি অর্থায়নে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এস.আর.বি ব্রিক্সের পরিচালক ও তরুন সমাজ সেবক মোঃ রুহুল আমিন তাঁর নিজস্ব অর্থায়নে সহস্রাধিক অসহায়, দু:স্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেন। এক সপ্তাহ যাবত উপজেলার গাংগাইল ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক অসহায়-হতদরিদ্র মানুষের সুনির্দিষ্ট তালিকা করে প্রত্যেককে সেমাই, চিনি, দুধের প্যাকেট, তেল, সাবান, মেহেদী সহ কয়েকপ্রকার পন্য ঈদ উপহার হিসাবে বিতরণ করছেন। মঙ্গলবার এই তরুন সমাজ সেবক নিজে উপস্থিত হয়ে গাংগাইল ইউনিয়নের পূর্বকান্দা, গড়া, সুরাশ্রম, বিয়ারা, শিয়ালধরা গ্রামের চার শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

এ বিষয়ে মোঃ রুহুল আমিন বলেন, করোনাকালীন সময়ে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ সহ দরিদ্র পরিবারের মাঝে বিপর্যয় নেমে আসে। এসময় সরকারের বিভিন্ন দান-অনুদানের পাশাপাশি সেমস্ত অসহায় ও কর্মহীন মানুষগুলোর মুখে ঈদের হাসিঁ ফুঁটিয়ে তুলতে আমার পক্ষ থেকে যথসামান্য ঈদ উপহার দেওয়ার চেষ্টা করছি এবং তা ঈদ-উল-ফিতর দিন পর্যন্ত অব্যাহত থাকবে। এছাড়া তিনি আরও বলেন, অসহায় ও কর্মহীন সেমস্ত মানুষের পাশে সকল বিত্ত্বশালী সহ সকল সামাজিক সংগঠন ও ব্যাক্তি প্রতিষ্ঠানকে এগিয়ে আসা প্রয়োজন।

উল্লেখ্য, এস.আর.বি ব্রিক্সের পরিচালক মো. রুহুল আমিনের নিজস্ব অর্থায়নে প্রতি বছরের বিভিন্ন সময়ে নিজ ইউনিয়নের অসহায়-হতদরিদ্র মানুষকে বিভিন্ন দান-অনুদানের মাধ্যমে সহযোগীতা করে যাচ্ছেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই